টলিউডে কিছু বাংলা ছবিতে কাজ করার পর পূজা মুম্বই পাড়ি দেন। সেখানেই নিজের কেরিয়ার গড়ার সময় আলাপ হয় কুণালের সাথে। বন্ধুত্ব থেকে সূত্রপাত হয় প্রেমের। সম্প্রতি পূজা স্টার ভারত চ্যানেলে ‘জগজননী মা বৈষ্ণো দেবী’ সিরিয়ালে মা বৈষ্ণো দেবীর ভূমিকায় অভিনয় করছিলেন। কিন্তু গর্ভবতী হওয়ার কারণে তিনি সিরিয়াল ছেড়ে দেন।
সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি শেয়ার করলেন পূজা, মুহূর্তে ভাইরাল
কিছুদিন আগেই পরিবারের সদস্যদের উপস্থিতিতে 'সিক্রেট ওয়েডিং' সেরেছেন। এবার বেবি বাম্পের ছবি শেয়ার করলেন অভিনেত্রী পূজা ব্যানার্জি। আগে বেবি বাম্প হলেই মেয়েদের ঘরবন্দি করে দেওয়া হতো।বহু মেয়ে শারীরিক পরিবর্তন ও…

আরও পড়ুন