এই মুহূর্তে অভিনেত্রী নিজের সাম্প্রতিক বোল্ড লুকের সূত্র ধরেই মিডিয়ার পাতায় একাংশের মাঝে চর্চায় রয়েছেন। সম্প্রতি একটি বোল্ড ফটোশুটে অংশ নিয়েছিলেন তিনি। তার সাম্প্রতিক ফটোশুটের লুক যে রীতিমতো রাতের ঘুম উড়িয়েছে নেটনাগরিকদের একাংশের, সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। এদিন সাদা লং স্কার্টে ব্যাকলেস ব্রা পরেছিলেন পুজা। সাথে নিয়েছিলেন নুড গ্লসি মেকাপও। পাশাপাশি ফ্লন্ট করেছিলেন নিজের টোনড বডিও। মোকি আই মেকাপে ঠোঁটে বজায় রেখেছিলেন হালকা হাসি। বলাই বাহুল্য, এই মুহূর্তে অভিনেত্রী নিজের রূপের আগুনে উষ্ণতা ছড়িয়েছেন। তাপমাত্রাও বাড়িয়েছেন ভক্তদের মনের। প্রশংসা কুড়িয়েছেন অনুরাগীদের কাছ থেকেও। আর সেই ঝলক রয়েছে কমেন্টবক্সেই।
Puja Banerjee: ব্যাকলেস ব্রাতে তাপমাত্রা বাড়ালেন পুজা ব্যানার্জী, রাতের ঘুম উড়ল ভক্তদের
পুজা ব্যানার্জী টলিউডের পাশাপাশি হিন্দি টেলিভিশন জগৎ'এর পরিচিত মুখ। ২০২১'এই নিজের স্বামী কুনাল বর্মার সাথে সামাজিক বিয়ে সেরেছেন তিনি। সেখানে টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন হিন্দি টেলিভিশন জগৎ'এর…

আরও পড়ুন