জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘তুঝ সঙ্গ প্রীত লাগাই সাজনা’ র সেট থেকে পরিচয় হয়েছিল অভিনেত্রী পূজা ব্যানার্জি ও অভিনেতা কুণাল বর্মার। পরবর্তীকালে তাঁরা একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। নয় বছরের বেশি সময় ধরে সম্পর্কে থাকার পর 2017 সালের 16 ই অগষ্ট পূজা ও কুণালের এনগেজমেন্ট হয়। 2019 সালে দুই পরিবারের উপস্থিতিতে রেজিস্ট্রি ম্যারেজ করেন তাঁরা। চলতি বছরে আনুষ্ঠানিক ভাবে বিয়ে হবার কথা ছিল তাঁদের। কিন্তু করোনা অতিমারীর কারণে পূজা ও কুণাল তাঁদের বিয়ের জন্য সঞ্চিত অর্থ দান করেন করোনা তহবিলে। তাঁদের এই উদ্যোগ নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে। সম্প্রতি পূজা স্টার ভারত চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘জগজননী মা বৈষ্ণো দেবী’ -তে মুখ্য ভূমিকায় অভিনয় করছিলেন। কিন্তু তিনি হঠাৎ এই সিরিয়ালটি ছেড়ে দিলে নেটিজেনরা প্রশ্ন তোলেন। তবে গত 15 ই অগষ্ট পূজা ও কুণাল তাঁদের একটি অন্তরঙ্গ ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় যাতে পূজার বেবি বাম্প স্পষ্ট বোঝা যায়। ফলে পূজার অনুরাগীরা তাঁর সিরিয়াল ছেড়ে দেবার কারণ বুঝতে পারেন এবং তাঁকে শুভেচ্ছা জানান।
পুত্র সন্তান জন্ম দেওয়ার পর আরও হট হলেন অভিনেত্রী পূজা ব্যানার্জি, মুহূর্তে ভাইরাল ছবি
সম্প্রতি মা হয়েছেন অভিনেত্রী পূজা ব্যানার্জি। এবার পূজা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তাঁর পোস্ট-প্রেগন্যান্সি ফটো। তাঁর এই ছবিটি পোস্ট করতেই দ্রুত তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। এই ছবিতে গোলাপি…

আরও পড়ুন