সদ্য মা হয়েছেন টলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। তখনও করোনার হাহাকার শুরু হয়নি, পূজা অভিনয় করছিলেন ‘মা বৈষ্ণোদেবী’র। এরপর আচমকা তিনি জানিয়ে দেন যে আর অভিনয় করবেন না, বিরতি চাই। ব্যাস তার কয়েকদিন পর দিলেন সুসংবাদ যে তিনি খুব শীঘ্র মা হতে চলেছেন। সকলেই ভেবেই অবাক যে বিয়ের আগেই বেবি? কারণ ২০১৭-র ১৬ অগস্ট পূজা এবং কুণালের এনগেজমেন্ট হয়। ২০২০-র ১৫ এপ্রিলে সামাজিক নিয়মে বিয়ের কথা ছিল। কিন্তু করোনার প্রকোপের জেরে তা হয়নি। সূত্রের খবর, বিয়ের জন্য জমানো সব টাকা নাকি ত্রানে খরচ করে দিয়েছেন। তাহলে বিয়ে কবে হবে?
এদিকে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পূজা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, “আমি যখন ছোট ছিলাম, আমার বরাবরের অভিযোগ ছিল আমার বাবা-মায়ের বিয়েতে তাঁরা আমায় নেমন্তন্ন করেননি। আমার সন্তানের সেই অভিযোগ অন্তত থাকবে না”। এবারে সন্তানের উপস্থিতিতেই বিয়ে করবেন অভিনেত্রী। যদিও পুত্র সন্তানের মুখ এখনো ক্যামেরার সামনে আনেনি তিনি ও কুনাল কেউই। এহেন নিজের কিছু ছবি পূজা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় যা নিয়েই বেশ কিছু নেটিজেন বলতে শুরু করেছেন মা হওয়ার পর পূজার গ্ল্যামার হারিয়ে গেছে। কেউ বলছেন একটু মুটিয়ে গেছেন অভিনেত্রী।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now
View this post on Instagram
প্রেগন্যান্সির সময় পূজা তাঁর বেবি বাম্পের ছবি দিয়ে বেশ ভাইরাল হয়েছিলেন সেই তুলনায় এখন কম ভাইরাল হচ্ছেন। পূজার জীবন নিয়ে যতটা হইচই একসময় শুরু হয়েছিলো সেই জনপ্রিয়তা, ক্রেজ যেন কমতে শুরু করেছে। কিন্তু থেমে নেই অভিনেত্রী। চেনা ছন্দে ফেরার প্রয়াস শুরু করে দিয়েছেন। এখন নিজেও নেমে গিয়েছেন ফটোশ্যুটের ইঁদুর দৌড়ে।
View this post on Instagram