Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পরনে কালো স্লিভলেস পোশাক, হট লুকে তাক লাগালেন অভিনেত্রী পূজা

পূজা ব্যনার্জি! এই বঙ্গ তনয়া বলিইন্ড্রাস্টিতে থেকে টেলি ইন্ড্রাস্টির জনপ্রিয় মুখ। হিন্দি ধারাবাহিক 'তুঝ সে প্রিত লাগায় সাজনা' নিজের কেরিয়ার শুরু করেন পূজা। ধারাবাহিকে অভিনয়ের সময় কোস্টার কুনাল বর্মার সাথে…

Avatar

By

পূজা ব্যনার্জি! এই বঙ্গ তনয়া বলিইন্ড্রাস্টিতে থেকে টেলি ইন্ড্রাস্টির জনপ্রিয় মুখ। হিন্দি ধারাবাহিক ‘তুঝ সে প্রিত লাগায় সাজনা’ নিজের কেরিয়ার শুরু করেন পূজা। ধারাবাহিকে অভিনয়ের সময় কোস্টার কুনাল বর্মার সাথে ডেট করেন। এরপর দুজন এনগেজমেন্ট করে লিভ ইনে থাকা শুরু করেন। এর মাঝে দুজনে চুটিয়ে অভিনয় করছিলেন। হিন্দি ধারাবাহিকের পাশাপাশি বাংলাতে দেব, সোহমের সাথে চুটিয়ে বাংলা সিনেমাতে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পান পূজা। এমনকি হইচইয়ের ব্বংলা ওয়েব সিরিজে অভিনয় করেছেন পূজা।

২০২০ লকডাউনে রেজিস্ট্রি ম্যারেজ সারেন এরপরই প্রথম সন্তামের মা হন পূজা। দুর্গা পুজোর আগে অভিনেত্রী এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। প্রথম ছেলের মা বাবা হন কুনাল ও পূজা। ছেলের নাম রাখেন কৃশিব। কৃশিবকে নিয়ে দিনরাত্রি কাটছে পূজা আর কুনালের। ছেলে হওয়ার পর অন্যানদের মতো অভিনেত্রীরও বেবি ফ্যাট বেড়ে যায়। তবে নিজের ওজন বাড়া নিয়ে কোনো আক্ষেপ ছিলনা৷ বরং এই সময় কৃশিবকে নিয়ে সময় কাটিয়েছেন। ছোট একরত্তিকে নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়েন অভিনেত্রী। ছেলেকে বড় করার জন্য এখন কোনো হিন্দি ধারাবাহিকে কাজ ও করছেননা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে কৃশিব এখন অনেকটাই বড় হয়েছে। তাই এখন নিজের শরীরচর্চাতে মন দিয়েছেন। এবার অভিনেত্রী ধীরে ধীরে অভিনয়ের কাজে ফিরছেন। সম্প্রতি হইচইতে ‘পাপ’ ২ ওয়েব সিরিজে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। পূজা এবারে প্রমাণ করে দিচ্ছেন, তিনি মা হওয়ার পরেও অভিনয়ে কামব্যাক করা যায়। এতদিন মা হওয়ার পর ছেলের সাথে নানান মুহূর্ত শেয়ার করতেন। তবে এবারে ছেলে বা স্বামীর সাথে না নিজের একার ছবি শেয়ার করলেন।

সম্প্রতি পূজা তাঁর একটি সুন্দর ছবি শেয়ার করেছেন নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। যা দেখে সকলেই অবাক। পূজার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, কালো রঙের স্প্যাগেটি স্ট্র‍্যাপ, সাইড স্লিটেড গাউন পড়ে পোজ দিয়েছেন। ডিপ নেক গাউনের ক্লিভেজ বেশ স্পষ্ট। তবে তা তিনি ঢেকে রেখেছে নিজের লম্বা ওয়েভি চুল দিয়ে। পূজা এই ছবিটি শেয়ার করে লিখেছেন, শনিবারটি খুব আনন্দের ছিল। নেটিজেনরাও পূজার এই বোল্ড ফটোশুট দেখে অবাক। বহু নেটিজেন অভিনেত্রীর এই অপরুও সৌন্দর্যের প্রশংসা করেছেন। নিমেষে ভাইরাল হয় এই বোল্ড ফটোশুট।

About Author