দীর্ঘদিন পর বামেদের ডাকা বনধে ব্যাপক সাড়া মিলতে শুরু করেছে বাংলায়। সকাল থেকেই বনধের সমর্থনে পথে নেমেছে বামেরা। ইতিমধ্যে বেশ কিছু জায়গা থেকে গন্ডগোলের খবর পাওয়া গেছে। বেশ জায়গায় আটকে পড়েছে ট্রেনও।
কলকাতা ও কলকাতা শহরতলিতে বনধের ব্যাপক প্রভাব লক্ষ্য করা গেছে। সরকারি নির্দেশ থাকায় পথে বেরিয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে রাজ্য সরকারের কর্মচারীদের। রাস্তায় গণ পরিবহন ব্যবস্থা সকাল থেকেই অমিল। যার ফলে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : সরকারি কর্মীরা বনধে যোগদান করলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে, জানাল কেন্দ্র
এদিকে ট্রেন লাইনে বোমা উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে। হৃদয়পুরে লোকালের নীচে ৩ টি বোমা পাওয়া গেছে। ট্রেন থেকে আতঙ্কিত যাত্রীদের নামাতে হিমশিম খেতে হচ্ছে জিআরপিকে। আবার শিয়ালদা দক্ষিণ শাখায় ও মেন লাইনের রেল লাইনে কলাপাতা রেখে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় বনধ সমর্থকরা। শিয়ালদা দক্ষিণের ক্যানিং ও শিয়ালদা মেনের হালিশহর ও শ্যামনগর স্টেশনে রেল লাইনের তারে কলাপাতা জড়িয়ে দেয় বনধের সমর্থকরা। আপাতত এই দুই শাখায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ইতিমধ্যে বনধের সমর্থনে শহরের বিভিন্ন এলাকায় পথে নেমেছে সিপিআইএম। বনধের সমর্থনে যাদবপুরের বিভিন্ন জায়গায় মিছিল শুরু করেছে তারা।