টেলিটাউনের অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য (Priyanka Bhattacharya) বরাবর পশুপ্রেমী। 7 ই ফেব্রুয়ারি, রবিবার তাঁর বাড়ির রান্নাঘরের জানালায় হঠাৎই একটি হনুমান এসে বসে। সেইসময় প্রিয়াঙ্কা একটি ফ্রুট কেক কাটছিলেন। অনেকেই হনুমান এলেই ভয় পেয়ে যান। কিন্তু প্রিয়াঙ্কা এদিন একটুও ভয় না পেয়ে হনুমানটিকে তাঁর কাটা ফ্রুট কেকের কয়েকটি টুকরো খেতে দিলেন। হনুমানটিও তৃপ্তি সহকারে খেল। অসতর্কতায় হনুমানটির হাত থেকে কেকের টুকরো পড়ে গেলে সযত্নে টুকরোটি তুলে হনুমানের হাতে দেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
শৈশবে আকাশ বাংলায় সম্প্রচারিত ‘আমাদের বাড়ি’ সিরিয়ালের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন প্রিয়াঙ্কা। এরপর ‘তুমি আসবে বলে’, ‘সীমারেখা’, ‘মা’ প্রভৃতি সিরিয়ালের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নিজের স্থান তৈরী করতে শুরু করেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার পিআর মূলতঃ তাঁর মা দেখেন। প্রিয়াঙ্কার মা অভিনয় জগতে প্রিয়াঙ্কাকে প্রতিষ্ঠিত করতে আগ্রহী। জনপ্রিয়তা ওয়েব সিরিজ ‘হোলি ফাক’-এ প্রিয়াঙ্কা অভিনীত ‘রাইমা’ চরিত্রটি দর্শকদের মন জয় করেছিল। এছাড়াও ‘ব্যোমকেশ’-এ তিনি পাশের বাড়ির ভীতু মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই মুহূর্তে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata chatterjee) প্রযোজিত ও জয়দীপ মুখোপাধ্যায় (Mukhopadhyay) পরিচালিত একটি সাসপেন্স থ্রিলার ফিল্মে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। ফিল্মটিতে অভিনয় করছেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari chakraborty), অঙ্কুশ হাজরা (Ankush Hazra), বনি সেনগুপ্ত (Bony sengupta)। ফিল্মে ঋতাভরীর বোনের ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা। চলতি বছরেই ফিল্মটি মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে।