প্রিয়াঙ্কা চোপড়া (priyanka Chopra) সেই কতিপয় বলিউড তারকাদের মধ্যে গণ্য যাঁর ব্যাপ্তি বিস্তৃত। 2020 সালের লকডাউনও তাঁকে থামাতে পারেনি। লকডাউনের অলস সময়কেও ব্যবহার করে প্রিয়াঙ্কা লিখেছেন নিজের আত্মজীবনী ‘আনফিনিশড’। সেখানে প্রিয়াঙ্কা তুলে ধরেছেন তাঁর লড়াই, বলিউডে তাঁর বিভিন্ন মুহূর্তের অভিজ্ঞতা। আপাতত নিক জোনাস (Nick jonas)-কে বিয়ে করে তিনি নিউ ইয়র্কে সেটলড। করোনা অতিমারীর কারণে এই মুহূর্তে ভারতে আসছেন না প্রিয়াঙ্কা।
লকডাউনের পর ‘দি হোয়াইট টাইগার’ নামে একটি ফিল্মে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন প্রিয়াঙ্কা। ‘দি হোয়াইট টাইগার’ মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। সম্প্রতি প্রিয়াঙ্কা এসেছিলেন বিশ্ববিখ্যাত সঞ্চালিকা অপ্রা উইনফ্রে (oprah winfrey)-র টক শো ‘সুপার সোল’-এ। সেখানে এসে অপ্রার প্রশ্নবাণের মুখোমুখি হয়েছিলেন প্রিয়াঙ্কা। এমনকি বিয়ে ও মাতৃত্ব নিয়েও প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। আগামী 24 শে মার্চ ডিসকভারি প্লাস ইন্ডিয়া চ্যানেলে সম্প্রচারিত হবে ‘সুপার সোল’-এর প্রথম পর্ব।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowঅপ্রা উইনফ্রে শুধুমাত্র একজন সঞ্চালিকা নন। তিনি শতাব্দীর সবচেয়ে ধনী কৃষ্ণাঙ্গী হিউম্যানিস্ট। 2013 সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা (barrack obama) তাঁকে রাষ্ট্রপতি পদক প্রদান করেন। একই বছর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট হন অপ্রা। খুড়তুতো ভাইদের হাতে মাত্র নয় বছর বয়স থেকে ধর্ষিতা অপ্রা চৌদ্দ বছর বয়সে একটি অপুষ্ট পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন। জন্মের দিনকয়েক পরে মারা যায় সন্তানটি। স্থানীয় রেডিও চ্যানেলের সঞ্চালিকা থেকে অপরিসীম উচ্চতায় ওঠা অপ্রা মার্কিন মহিলাদের অনুপ্রেরণা বলে অনেকে মনে করেন।