Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ইন্ডিয়া গেটের সামনে নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভ, পড়ুয়াদের পাশে প্রিয়াঙ্কা গান্ধীও

নয়া দিল্লী : সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে প্রতিবাদরত ছাত্রছাত্রীদের পাশে এবার দাঁড়ালেন কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী। দিল্লির ইন্ডিয়া গেটে এদিন আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে নাগরিকত্ব আইন এবং এনআরসি…

Avatar

নয়া দিল্লী : সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে প্রতিবাদরত ছাত্রছাত্রীদের পাশে এবার দাঁড়ালেন কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী। দিল্লির ইন্ডিয়া গেটে এদিন আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে নাগরিকত্ব আইন এবং এনআরসি নিয়ে সরকারকে কড়া বার্তা দিলেন তিনি। শুক্রবার রাতে তিনি যোগ দেন পড়ুয়াদের পাশে। মোদী সরকারকে তোপ দেগে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, নোটবাতিলের সময় সাধারণ মানুষকে লাইনে দাঁড়াতে হয়েছিল, এবার আরও একবার সাধারণ মানুষকে লাইনে দাঁড় করাতে চায় মোদী সরকার।

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সমগ্র দেশ জুড়ে একের পর এক বিক্ষোভ প্রদর্শন হয়েই চলেছে। উত্তরপূর্ব ভারতে শুরু হওয়ার পর সেই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে সারা দেশ জুড়েই। দিল্লিতে একের পর এক বিক্ষোভ সংগঠিত হচ্ছে নয়া আইনের প্রতিবাদে। দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ার পড়ুয়াদের উপর পুলিশি অভিযান হওয়ার পর থেকে যা আরও বেড়েছে। এদিন উত্তর ভারতের তীব্র শীত উপেক্ষা করে ইন্ডিয়া গেটের সামনে জমায়েত হন কাতারে কাতারে মানুষ। সেখানেই পড়ুয়াদের সাথে বিক্ষোভ সমাবেশে যোগ দেন প্রিয়াঙ্কা গান্ধী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : আমরা ক্ষমতায় থাকাকালীন বিহারে এনআরসি হবেনা, সাফ জানালেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার

বিক্ষোভে যোগ দেওয়া জনতার অধিকাংশই কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী। এদিন বিক্ষোভে এনআরসি ও CAB বিরোধী স্লোগানের পাশাপাশি আজাদি স্লোগানও শোনা যায়। নয়া নাগরিকত্ব বিলের প্রতিবাদে দেশ জুড়ে চলছে বিক্ষোভ প্রদর্শন। গত কয়েকদিন ধরে উত্তরপ্রদেশ, কর্ণাটকে জারি রয়েছে ১৪৪ ধারা। কানপুরে বিক্ষোভকারীদের উপর পুলিশি গুলি চালনার মতো ঘটনাও ঘটে।

About Author