Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Priyanka Chopra: ‘বাফতা’র রেড কার্পেটে ওপস্ মুহূর্তের স্বীকার প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, নায়িকার এমন ভিডিও সামনে এসেছে

প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী। বলিউডের পাশাপাশি হলিউডেও তার জনপ্রিয়তা নেহাতেই কিছু কম নয়। আমেরিকান গায়ক নিক জোনাসের সাথে বিয়ের পর সেই পরিচিতি বেড়েছে দ্বিগুণ। সোশ্যাল মিডিয়ার…

Avatar

প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী। বলিউডের পাশাপাশি হলিউডেও তার জনপ্রিয়তা নেহাতেই কিছু কম নয়। আমেরিকান গায়ক নিক জোনাসের সাথে বিয়ের পর সেই পরিচিতি বেড়েছে দ্বিগুণ। সোশ্যাল মিডিয়ার পাতায় কিংবা ভক্তদের মাঝে তারকা জগতের অন্যতম জনপ্রিয় পাওয়ার কাপেল হিসেবেই পরিচিত তারা। কারণে অকারণে নেটমাধ্যমে চর্চায় থাকেন অভিনেত্রী। চলতি বছরেই সারোগেসির মাধ্যমে অভিভাবক হয়েছেন এই তারকা জুটি। মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসের সূত্র ধরে প্রায়ই সোশ্যাল মিডিয়ার পাতায় চর্চিত হন অভিনেত্রী ও নিক। মালতি মেরির জন্মের পর থেকেই তাকে নিয়েও প্রায়ই চর্চায় থাকেন প্রিয়াঙ্কা-নিক। তবে সম্প্রতি সম্পূর্ণ ভিন্ন একটি কারণে চর্চায় অভিনেত্রী।

অভিনেত্রী নিজের কেরিয়ারের সেই শুরুর সময় থেকেই বারবার নিজের স্টাইলের কারণে চর্চায় উঠে এসেছেন। গতবছর ‘বাফতা’র রেড কার্পেটে নিজের ডিজাইনার পোশাকের সূত্র ধরেই মিডিয়াতে চর্চিত হতে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে। সম্প্রতি পুনরায় অভিনেত্রী নিজের ‘বাফতা ২০২১’এর লুককে কেন্দ্র করেই চর্চায় রয়েছেন। উল্লেখ্য, ‘বাফতা’ অর্থাৎ ‘ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস’ হলিউডের অন্যতম অ্যাওয়ার্ড শো।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিগত বেশ কয়েকবছর ধরে ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস’এ দেখা মিলছে তার। প্রত্যেক বছরই রেড কার্পেটে অভিনেত্রীর লুক নজর কাড়ে। গতবছরও তার ব্যতিক্রম হয়নি। ২০২১’এ ‘বাফতা’য় উপস্থিত হয়ে রেড কার্পেটে দাঁড়িয়ে মিডিয়ার সামনে সাক্ষাৎকার দিতেও দেখা গিয়েছিল তাকে। সম্প্রতি সেই সাক্ষাৎকারের ঝলকই পুনরায় ভাইরাল নেটদুনিয়ায়। সেখানে অভিনেত্রীর লুককে কেন্দ্র করেই এই মুহূর্তে নেটনাগরিকদের একাংশের মাঝে কটাক্ষের শিকার হয়েছেন প্রিয়াঙ্কা।

গতবছর রেড কার্পেটে লাল প্রিন্টেড ফ্রন্ট স্লিটেড টপ ও সাদা ঢিলা-ঢালা প্যান্টে দেখা মিলেছিল প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের। এদিন নুড মেকাপে হাই হিলে নিক জোনাসের সাথেই উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা। তবে এদিন সাক্ষাৎকার দেওয়ার সময় ক্যামেরার সামনে একাধিকবার নিজের পোশাক ঠিক করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এই মুহূর্তে সেই ঝলকই ভাইরাল নেটদুনিয়াতে। আপাতত, গতবছর রেড কার্পেটে নিজের লুকের জন্যই কটাক্ষের শিকার প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। তবে সেই নিয়ে এতোটুকুও মাথা ঘামাতে দেখা যায়নি অভিনেত্রীকে। কারণ এমন ধরনের ঘটনা কেরিয়ারের সেই শুরুর সময় থেকেই ফেস করে আসছেন অভিনেত্রী। তবে নিঃসন্দেহে বলা চলে, নিজের ভক্তদের পাশাপাশি গতবছর তার এই রেড কার্পেট লুক মুগ্ধ করেছিল হলিউডের একাংশকেও। উল্লেখ্য, ২০২৩’এর ১০’ই ফেব্রুয়ারি তার আসন্ন ছবি ‘লাভ এগেন’ মুক্তি পেতে পারে।

About Author