কৌশিক পোল্ল্যে: এর আগেও পোশাক নিয়ে ট্রোলড হয়েছেন বহু বলি অভিনেত্রী। বিশ্বসুন্দরী ঈশ্বর্য রাই থেকে শুরু করে দীপিকা পাডুকোন, করিনা কাপুর, আলিয়া ভাট কেউই এই তালিকার বাইরে নন।
তবে নিজের পোশাক নিয়ে এবার প্রিয়াঙ্কা চোপড়ার সচেতন হওয়া উচিৎ এমনটাই বলছেন প্যাপারাজিরা। আগেও বহুবার এই একই ইস্যুতে ট্রোলড হয়েছেন তিনি, বিশেষ করে গত বছরে তার মেট-গালা আউটফিট নিয়ে ট্রোল তো সবকিছুকে ছাপিয়ে ট্রেনডিং হয়ে যায়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : ছোট পোশাকে উর্বশী যেন স্বর্গের অপ্সরা, মুহুর্তের মধ্যে ভাইরাল এই ছবি
এবারও ঘটল সেরকমই, মাত্র কিছুক্ষন আগে নিজের ইনস্টাগ্রামে একটি ফটো শেয়ার করেন প্রিয়াঙ্কা, সাদা রংয়ের একটি লাইট গাউনে। এই পোশাক দেখলে মনে হয় সেটি যেন প্রিয়াঙ্কার গা থেকে খুলে বেরিয়ে আসছে, ফলে তার দ্বিবক্ষবিভাজিকাসহ বহু গোপনাঙ্গই স্পষ্টত চোখে পড়ছে।
এই ছবি দেখেই বেজায় চটলেন একদল ইউজার। দিকবিদিক ভুলে প্রিয়াঙ্কাকে ট্রোল করতে শুরু করলেন সকলেই। প্রত্যেকের বক্তব্য, এটা পোশাক পরার ধরন নয়, সঠিকভাবে পোশাক পরুন। অনেকের মতে, প্রিয়াঙ্কার উচিৎ একজন ভালো স্টাইল মেকারকে সঙ্গে রাখা। একের পর এক বিষয়ে ট্রোলড হয়ে এখন প্রিয়াঙ্কা কী করেন সেটাই দেখার বিষয়।