একসময় বর্ণবৈষম্যের শিকার হওয়া বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (priyanka Chopra) এই মুহূর্তে একজন ‘ফ্যাশন দিভা’। কিছুদিন আগেই তিনি ‘বস বেবী’ ফটোশুট করেছেন। ছবিগুলিতে প্রিয়াঙ্কার পরনে ছিল কালো রঙের ডিজাইনার অর্গাঞ্জা টপ। ছবিগুলিতে প্রিয়াঙ্কার হেয়ারস্টাইল ছিল ‘কেয়ারলেস কেয়ারফুল’ এবং তাঁর কানে ছিল গোল্ডেন জাঙ্ক ইয়ারিং। তাঁর মেকআপে রয়েছে আমেরিকান স্টাইলের ছোঁয়া। ইদানিং প্রিয়াঙ্কা এই ধরনের মেকআপ অনুসরণ করেন। ফটোশুটের অ্যালবামটি ইন্সটাগ্রামে শেয়ার করে ক্যাপশন দিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন “TGIF”। অনেকেই বলেছেন, ছবিতে প্রিয়াঙ্কার পরনের টপটি ডিজাইনার ব্লাউজ ব্র্যান্ড ‘এম্পোরিও আরমানি’-র কালেকশন, ভারতীয় মূদ্রায় যার মূল্য প্রায় ষাট হাজার টাকার কাছাকাছি। প্রকৃতপক্ষে, প্রিয়াঙ্কার এই ফটোশুটের ব্র্যান্ড পার্টনার ছিল ‘এম্পোরিও আর্মানি’। এই মুহূর্তে প্রিয়াঙ্কা ব্যস্ত তাঁর আত্মজীবনী ‘আনফিনিশড’-এর প্রোমোশন নিয়ে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now
সম্প্রতি প্রিয়াঙ্কা শেষ করেছেন ‘দি ম্যাট্রিক্স 4′-এর শুটিং। এই ফিল্মে প্রিয়াঙ্কার বিপরীতে রয়েছেন কিয়ানু রিভস (Kiyanu Rives)। চলতি বছরের জানুয়ারি মাসে শেষ হয়েছে প্রিয়াঙ্কার আগামী ফিল্ম ‘টেক্সট ফর ইউ’-এর শুটিং। প্রিয়াঙ্কার সঙ্গে সবসময় থাকে চিহুয়াহুয়া কন্যা ডায়ানা চোপড়া জোনাস (Diana Chopra jonas)। তার জন্য ছোট ছোট পোশাক তৈরি করতে দিয়েছেন প্রিয়াঙ্কা। এমনকি প্রিয়াঙ্কার সঙ্গে র্যাম্পেও হেঁটেছে ডায়ানা।
প্রিয়াঙ্কার সারমেয়-প্রীতির কথা অনেকেরই জানা। প্রিয়াঙ্কা তাঁর ইন্সটাগ্রাম প্রোফাইলে তাঁর পোষ্যদের ছবি শেয়ার করে থাকেন প্রায়ই। প্রিয়াঙ্কার ভারতের বাড়িতে রয়েছে বেশ কয়েকটি ইন্ডিয়ান পারিয়া বা দেশি কুকুর। তাদের যত্ন নেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া (Madhu chopra) নিজে। তাদের নিয়মিত খবরাখবর নেন প্রিয়াঙ্কা। করোনা আবহ কেটে গেলে ডায়ানাকে নিয়ে ভারতে আসার কথা রয়েছে প্রিয়াঙ্কা ও তাঁর স্বামী নিক জোনাস (Nick jonas)।