Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাড়ছে না বাস ভাড়া, কাল থেকেই পথে নামছে বেসরকারি বাস

গত মঙ্গলবার পরিবহন দফতরের সঙ্গে চারটি বেসরকারি বাস সংগঠন ও মিনিবাস সংগঠনের মালিকদের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে বাস মালিকেরা যে দাবিগুলি তুলে ধরেছিলেন তার মধ্যে অন্যতম ছিল বাসের ভাড়া তৈরির…

Avatar

গত মঙ্গলবার পরিবহন দফতরের সঙ্গে চারটি বেসরকারি বাস সংগঠন ও মিনিবাস সংগঠনের মালিকদের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে বাস মালিকেরা যে দাবিগুলি তুলে ধরেছিলেন তার মধ্যে অন্যতম ছিল বাসের ভাড়া তৈরির জন্য রেগুলেটরি কমিটি গঠন করতে হবে। এই দাবিতে সায় দেয় পরিবহন দফতর। আর এরপরই আগামীকাল পুরোনো ভাড়ায় রাস্তায় নামছে একাধিক বেসরকারি বাস। পরিবহন দফতর সূত্রে জানা গিয়েছে, আগামীকাল রাস্তায় মানুষের সুবিধার্থে ৯০০ টি বাস রাস্তায় নামবে।

গত ১লা জুন দেশে লক ডাউনকে শিথিল করে আনলক-১ ঘোষণা করা হয়। যার জেরে পরদিন থেকে ক্রমে খুলতে শুরু করে অফিস, দোকান, অনেক বাজার। রাস্তায় মানুষের সংখ্যা বাড়তে থাকে। এদিকে বাসের সংখ্যা কম হওয়ায় এবং বেসরকারি বাস রাস্তায় না নামায় ডানলপ, কামালগাজি, এসপ্ল্যানেড, পার্ক-স্ট্রিট বিভিন্ন জায়গায় বাস স্ট্যান্ডে সামাজিক দূরত্বকে তোয়াক্কা না করে ভিড় করেন সাধারণ মানুষ। যার ফলে এদিন রাস্তায় নামানো হয় ৬০০ বাস।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে গুরুত্বপূর্ণ ২২ টি রুটে বেসরকারি বাস ও মিনিবাস রাস্তায় নেমেছে। পরিবহন দফতর আরও জানিয়েছে, আগামীকাল বাসের সংখ্যা দ্বিগুণ করা হবে। অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাসে যে কয়টি বসার আসন রয়েছে সেই কয়জন যাত্রী নিয়ে চলবে বাস। এদিকে জুনের প্রথম দিনই অনেক মানুষ রাস্তায় নামার ফলে ২৪০ টি সরকারি বাস দিয়ে পরিস্থিতি সামাল দিতে অসুবিধা হয়। এরপর পরিবহন দফতরের কাছে এই খবর পৌঁছালে আরও ১০০ টি বাস নামানো হয়। কিন্তু তাতেও যাত্রী ভোগান্তি অব্যহত থাকে। এরপর এদিন আরও ৬০০টি বাস রাস্তায় নামে। কিন্তু তা তাতেও অসুবিধা কমেনি। তাই আগামীকাল আরও ৯০০ টি বাস নামছে রাস্তায়।

About Author