Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সোমবার থেকে গ্রিন জোনে চলবে বেসরকারি বাস ও ট্যাক্সি, নয়া নির্দেশিকা রাজ্যের

রাজ্যের সমস্ত গ্রিন জোনে আগামী সোমবার থেকে বেসরকারি বাস চালু করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, রাজ্যের গ্রিন জোনের আওতায় যেসব অঞ্চল রয়েছে সেখানে বেসরকারি বাস চালুর…

Avatar

রাজ্যের সমস্ত গ্রিন জোনে আগামী সোমবার থেকে বেসরকারি বাস চালু করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, রাজ্যের গ্রিন জোনের আওতায় যেসব অঞ্চল রয়েছে সেখানে বেসরকারি বাস চালুর ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। সোমবার থেকে চলবে বেসরকারি বাস। চলবে ট্যাক্সিও। তবে অবশ্যই সামাজিক দুরত্ব বজায় রেখে বাসে যাত্রী নিতে হবে। একটি বাসে ২০ জনের বেশি যাত্রীকে নেওয়া যাবে না। মুখে মাস্ক পরতে হবে অবশ্যই। কলকাতার অরেঞ্জ জোনেও চলবে অল্প কিছু হলুদ ট্যাক্সি।

এদিন তিনি আরও বলেন, বাসগুলিকে প্রতিদিন স্যানিটাইজ করতে হবে। তার ফলে জীবানুর সংক্রমণ এড়ানো যাবে। এই নিয়মকে লঙ্ঘন করলে সরকার অনুমতি ফিরিয়ে নেবে। তাই সতর্ক থাকতে হবে। এছাড়া আগামী ৪ঠা মে থেকে অরেঞ্জ জোন ও গ্রিন জোনে খোলা থাকবে বেশ কিছু দোকানপাট। যেমন খোলা থাকবে চা, পান এসবের দোকান। প্রয়োজনীয় জিনিস দোকান থেকে সংগ্রহ করে তৎক্ষনাৎ বাড়ি ফিরে যেতে হবে। অযথা ভিড় করা চলবে না বলেও জানান তিনি। খোলা থাকবে কিছু কনস্ট্রাকশন প্ল্যান্ট ও আয়রন স্টিল প্ল্যান্ট।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, রেড জোনের আওতাভুক্ত অঞ্চলে অনুমতি ছাড়া কোথাও কোনো কিছু খোলা রাখা যাবে না। কারন সেই স্থানগুলি স্পর্শকাতর অঞ্চল। তাই সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তাই রেড জোন ও কনটেইনমেন্ট অঞ্চলে সম্পুর্ন লক ডাউন থাকবে। এদিকে, দেশে দ্বিতীয় দফার লক ডাউন চলছে যার মেয়াদকাল আগামী ৩রা মে পর্যন্ত। তবে এই লক ডাউন দীর্ঘায়িত হবে কিনা তা সময়ের অপেক্ষা।

About Author