কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তৃতীয় দফার লকডাউনের সময় থেকে সরকারি ও বেসরকারি কর্মচারীদের ৩৩ শতাংশ কর্মী নিয়ে কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৮ জুন থেকে রাজ্যে সমস্ত সরকারি ও বেসরকারি অফিসে ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজ করা যাবে। মুখ্যমন্ত্রী এদিন আরও জানিয়েছেন, ১ জুন সোমবার থেকে পাট ও চা শিল্পেও ১০০ শতাংশ কর্মী যোগ দিতে পারবেন।
অফিস খোলা হলেও যেহেতু ট্রেন বা মেট্রো চলছে না, তাহলে কর্মীরা অফিস যাবেন কি করে? এই নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী জানান যে রেল-মেট্রোর ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে। মুখ্যমন্ত্রী এটাও বলেন যে সরকারি ও বেসরকারি বাসের পরিষেবা চালু রাখলে সমস্যা কম হবে। তবে তিনি স্পষ্ট করে এটাও উল্লেখ করেছেন যে বাসের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। বাসের প্রত্যেক সিটেই যাত্রীরা বসতে পারবেন। তবে প্রত্যেককেই মুখে মাস্ক ও হাতে গ্লাভস পড়তে হবে। আর অতিরিক্ত যাত্রী তোলার জন্য কন্ডাক্টারকেও জোর করা যাবে না।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowউল্লেখ্য, চতুর্থ দফার লকডাউন শেষ হতে আর দুই দিন বাকি। রবিবার ৩১ মে পর্যন্ত চলবে লকডাউন। তারপর ও লকডাউনের মেয়াদ বাড়তে পারে। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর প্রায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীরাই লকডাউন বাড়ানোর পক্ষে প্রস্তাব রেখেছিলেন। তবে এই পঞ্চম দফার লকডাউনে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। কিন্তু কন্টেনমেন্ট এলাকাগুলিতে বিধিনিষেধ আরও কড়াকড়ি হতে পারে।