খেলাক্রিকেট

Prithvi Shaw: ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ-র গাড়িতে হামলা! ৮ জনের বিরুদ্ধে দায়ের হলো FIR

পৃথ্বী শ-এর উপর হামলার কারণে এফআইআর দায়ের করেছে পুলিশ।

×
Advertisement

ভারতের বিধ্বংসী ওপেনার পৃথ্বী শ এই মুহূর্তে সংবাদ মাধ্যমে আলোচনায় রয়েছেন। বর্তমানে ভারতীয় দলের অংশ না হলেও ব্যক্তিগত কারণে বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় রয়েছেন তিনি। প্রেম দিবসে ভালোবাসার মানুষের সাথে ছবি শেয়ার করে রীতিমতো ভাইরাল হয়েছিলেন ভারতীয় এই ক্রিকেটার। তবে এবার সম্পূর্ণ ভিন্ন কারণে সংবাদ মাধ্যমের আলোচনায় উঠে এসেছেন তিনি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

Advertisements
Advertisement

বর্তমানে ভারতীয় দল অস্ট্রেলিয়া বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে। আর সেই সিরিজের বাইরে রয়েছেন পৃথ্বী শ। তাই বর্তমানে সাদামাটা জীবন যাপন করছেন ভারতীয় এই ক্রিকেটার। গত বুধবার এক বন্ধুর গাড়িতে মুম্বাইয়ে ঘুরতে বেরিয়েছিলেন পৃথ্বী। আর সেখানেই হামলার মুখে পড়েন ভারতীয় এই ক্রিকেটার। সূত্রের খবর, গাড়িতে পৃথ্বী শ-কে ছবি তোলার বায়না করে এগিয়ে আসে কয়েকটি যুবক। এক দফা ছবি তোলার পর ফের তারা বায়না করেন পৃথ্বী শ-এর সঙ্গে ছবি তোলার। তবে তাদের সেই বায়না পূরণ করতে অস্বীকার করেন ভারতীয় ক্রিকেটার।

Advertisements

Advertisements
Advertisement

আর তখনই তার গাড়িতে হামলা চালায় ওই দলটি। যদিও এই ঘটনায় কোনরকম ভাবে ক্ষতিগ্রস্ত হননি ভারতীয় ক্রিকেটার। তবে পৃথ্বী শ-এর উপর হামলার কারণে এফআইআর দায়ের করেছে পুলিশ। এফআইআর অনুলিপি অনুসারে, অভিযুক্তদের বিরুদ্ধে আইপিসির 143, 148, 149, 384, 427, 504 এবং 506 ধারার অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। যেখানে দু’জন নামধারী এবং ৬ জন অজ্ঞত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য তল্লাশি চালানো হচ্ছে বলেও জানানো হয়েছে।

Related Articles

Back to top button