Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্কুল থেকে পৃথ্বী আম্বানির প্রথম ছবি সামনে এসেছে, আম্বানি পরিবারের ‘রাজপুত্র’ দেখতে কিউট

মুকেশ আম্বানি টেলিকম সংস্থার জগতের একটি বড় নাম। ব্যবসায়ী হিসেবে তিনি একজন সফল মানুষ। পৃথিবীর ধনকুবেরদের মধ্যে অন্যতম তিনি। সম্প্রতি মুকেশ আম্বানি ও নিতা আম্বানির নাতি পৃথ্বী আম্বানি প্রথম স্কুলে…

Avatar

মুকেশ আম্বানি টেলিকম সংস্থার জগতের একটি বড় নাম। ব্যবসায়ী হিসেবে তিনি একজন সফল মানুষ। পৃথিবীর ধনকুবেরদের মধ্যে অন্যতম তিনি। সম্প্রতি মুকেশ আম্বানি ও নিতা আম্বানির নাতি পৃথ্বী আম্বানি প্রথম স্কুলে গেলেন। আর সেই ঝলক এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল।

২০১৯’এর মার্চ মাসে মুকেশ ও নিতা আম্বানির ছেলে আকাশ আম্বানির সাথে শ্লোকা মেহেতা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তুমুল জাকজমকের সাথে বহু নামিদামি ব্যক্তিত্বের উপস্থিতিতে গাঁটছড়া বেঁধেছিলেন তারা। এরপর ২০২০’র ডিসেম্বরে জন্ম নেয় তাদের একমাত্র ছেলে পৃথ্বী আম্বানি। তার মুখে ভাতের অনুষ্ঠান করা হয়েছিল ধুমধাম করে। সেই খবরও প্রকাশ্যে এসেছিল মিডিয়াতে। পেয়েছিল একাধিক মূল্যবান উপহার। আর সেইসমস্ত উপহারের তালিকা রীতিমতো চমকে দেওয়ার মত ছিল সাধারণের কাছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

স্কুল থেকে পৃথ্বী আম্বানির প্রথম ছবি সামনে এসেছে, আম্বানি পরিবারের 'রাজপুত্র' দেখতে কিউট

ধীরে ধীরে বড় হচ্ছে পৃথ্বী আম্বানি। স্কুলের দোরগোড়ায় পা রেখেছে সে। সম্প্রতি সূর্যমুখী নার্সারী স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে তাকে। উল্লেখ্য, এই স্কুলটি মুম্বাইয়ের মালাবার হিলসে অবস্থিত। জানা গেছে, তার বাবা-মা দুজনেই এই স্কুলে ছেলেবেলায় পড়াশোনা করেছেন। সম্প্রতি স্কুল থেকেই তার একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে পৃথ্বীকে সাদা টি-শার্ট ও লাল রঙের ডাংরি পরে থাকতে দেখা গিয়েছে। ছবিটি দেখে স্পষ্ট স্কুলের ক্লাসরুমেই তোলা হয়েছে এটি।

স্কুল থেকে পৃথ্বী আম্বানির প্রথম ছবি সামনে এসেছে, আম্বানি পরিবারের 'রাজপুত্র' দেখতে কিউট

তবে এই প্রথম নয় এর আগেও একাধিকবার পৃথ্বী আম্বানির একাধিক ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। এর আগে একটি ছবি ভাইরাল হয়েছিল যেখানে স্কুল থেকে মায়ের কোলে করে বেরিয়ে আসতে দেখা গিয়েছিল তাকে। এমনকি গাড়িতে দেখা মিলেছিল আকাশ আম্বানিরও। পৃথ্বী যে আম্বানি পরিবারের রাজপুত্র, তা আর বলার অপেক্ষা রাখে না।

About Author