Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আইজি নোবেল পুরস্কার ২০২০ পেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও পেলেন নোবেল, পুরস্কারের নাম Ig Nobel।  জানা গিয়েছে তাঁকে এই পুরস্কার দেওয়ার কারণ “করোনা অতিমারির মাধ্যমে বিশ্ববাসীকে তিনি বোঝাতে পেরেছেন, মানুষের জীবন ও মৃত্যুর উপরে রাজনৈতিক…

Avatar

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও পেলেন নোবেল, পুরস্কারের নাম Ig Nobel।  জানা গিয়েছে তাঁকে এই পুরস্কার দেওয়ার কারণ “করোনা অতিমারির মাধ্যমে বিশ্ববাসীকে তিনি বোঝাতে পেরেছেন, মানুষের জীবন ও মৃত্যুর উপরে রাজনৈতিক নেতাদের চটজলদি প্রভাব বিজ্ঞানীদের চেয়ে অনেক বেশি”। মোদিজি দ্বিতীয় প্রধানমন্ত্রী, যিনি Ig Nobel পুরস্কার পেলেন৷  করোনা অতিমারি পরিস্থিতিতে সঙ্কট সামলাতে একাধিক ব্যবস্থা ও চেষ্টার কথা বলেছেন মোদি কিন্তু বাস্তবে এমন কোন কিছুই তিনি করেন নি তাই তাকে দেওয়া হবে এই বিশেষ পুরষ্কার।IG NOBLE পুরস্কার হল একটি ব্যঙ্গার্থক নোবেল প্রাইজ৷ অ্যানালস অফ ইমপ্রোবাবল রিসার্চ ম্যাগাজিনের তরফে প্রতি বছর এই নোবেল পুরস্কার ব্যঙ্গ করে দেওয়া হয় বিভিন্ন রাষ্ট্রনেতাদের৷ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্যান্ডার্স থিয়েটারে কয়েক হাজার মানুষের সামনে এই পুরস্কার প্রদান করেন নোবেলজয়ীরা৷এর আগে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে এই নোবেল পুরস্কার পেয়েছিলেন অটলবিহারী বাজপেয়ী৷ ‘আগ্রাসী শান্তপূর্ণ’ ভাবে পরমাণু অস্ত্র পরীক্ষার জন্য ১৯৯৮ সালে তিনি এই পুরস্কার পান৷ 
About Author