শীতলকুচিতে মৃতদেহ নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শনিবার রাজ্যে ভোট প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায় কে এভাবেই আক্রমণ করলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদি মমতা বন্দ্যোপাধ্যায় কে উদ্দেশ্য করে আক্রমণ করলেন, ভোট তোলার জন্য আর কত নিচে নামবেন দিদি? প্রসঙ্গত উল্লেখ্য, শীতলকুচি ঘটনার পরে মমতার সঙ্গে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়ের একটি কথোপকথন হঠাৎ করে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
বিজেপি এই কথোপকথন প্রকাশ করে এবং তাদের পরিষ্কার শোনা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিচ্ছেন মৃতদের পরিবার যাতে দেহ না নেয়। সেই অডিও ক্লিপের সত্যতা ইতিমধ্যেই স্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ওই অডিও টেপে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “দিদির নির্মমতা, অসহিষ্ণুতা আবার আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। কোচবিহারে যে ঘটনা ঘটেছে তারপর একটি অডিও ক্লিপ নিয়ে আসা হয়েছে। ৫ জনের মৃত্যুর পর দিদি কিভাবে রাজনীতি করছেন তা অডিও ক্লিপ শুনলে আপনারা বুঝতে পারবেন।”
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতারপর মোদি আর অভিযোগ করেছেন, “সেই অডিও টেপে কোচবিহারের তৃণমূল নেতাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, মৃতদেহ নিয়ে মিছিল করো।” তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় কে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী মোদী আক্রমণ করলেন, “ভোট ব্যাংকের জন্য আর কত নিচে নামবেন দিদি?” তিনি আরো বলেছেন, “কোচবিহারে মৃতদের নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে মৃতদেহ নিয়ে রাজনীতি করা তার একটি পুরনো অভ্যাস। এই অভ্যাস এখনও তিনি ছাড়তে পারছেন না। দিদি ইতিমধ্যেই চোখে অহংকারের চশমা পরে ফেলেছেন। এই কারণে তিনি সংবিধানের থেকে নিজেকে বড় মনে করছেন।”