প্রাক মুখ্যমন্ত্রী ইমরান খান বরাবরই সোশ্যাল মিডিয়ায় উপহাস্যের কারন হয়ে দাঁড়িয়েছে। এবার আবারো এক বোকার মতো মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হয়েছেন তিনি।
পাকিস্তানের এক সাংবাদিক নায়লা ইনায়ত গত বুধবার সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও আপলোড করেন, যেখানে লেখা রয়েছে, ‘রাতে অক্সিজেন তৈরী করে গাছ, আইনস্টাইন খান’।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসেই ভিডিওতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, গত দশ বছরে প্রায় ৭০ শতাংশ গাছ কেটে ফেলা হয়েছে। এর মাশুল গুনতে হবে মানবজাতিকে। কারন গাছ আমাদের অক্সিজেন দেয়।
রাতের বেলা গাছ অক্সিজেন তৈরী করে এবং কার্বন-ডাই-অক্সাইড ত্যাগ করে। এই মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হচ্ছে ইমরান খানকে।
অনেক বিশেষজ্ঞ বলছেন ইমরান খানকে স্কুলে ভর্তি করতে হবে। এমনকি অনেকে ইমরান খানকে নোবেল দেওয়ার কথা বলেন।