দেশের কৃষকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ খবর। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় বিশেষ সুবিধা পেতে হলে কৃষকদের ৩১ জুলাইয়ের মধ্যে রেজিস্টার করতে হবে। এই স্কিমের সময়সীমা আগামী ৩১ জুলাই পর্যন্ত। এর পর আর এই স্কিম চালু থাকবে না। তাই এই সময়ের মধ্যেই রেজিস্টার করতে হবে। আর যেই সমস্ত কৃষকরা এই স্কিম নিতে রাজি নন, তাহলে সেক্ষেত্রে তাদেরকে এই স্কিম বন্ধ হবার ৭ দিনের মধ্যে লিখিত আকারে ব্যাঙ্কে জমা দিতে হবে।
এই বিমা নিতে হলে কি করতে হবে? কি কি শর্ত রয়েছে, জেনে নিন-
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now১) প্রথমে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার পোর্টালে যেতে হবে।
২) এই প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় ঝড়, শিলাবৃষ্টি, বন্যা, ধস, দাবানলে ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণ পাবেন কৃষকরা।
৩) আর এই বিমার জন্য কৃষককে ১০ দিনের মধ্যে আবেদন করতে হবে।
৪) শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলেই এই বিমার সুবিধা মিলবে।
৫) খরিফ শস্যের জন্য প্রিমিয়াম ২ শতাংশ, রবি শস্যের জন্য ১.৫ শতাংশ, হর্টিকালচার ও বাণিজ্যিক ফসলের ক্ষেত্রে প্রিমিয়াম ৫ শতাংশ।
৬) আর এই বিমার টাকার জন্য দাবি জানাতে কৃষক ১৮০০২০০৫১৪২ বা ১৮০০১২০৯০৯০৯০ টোল ফ্রি নম্বরে ফোন করতে পারেন।
৭) এছাড়াও সরাসরি বিমা সংস্থা বা কৃষি দফতরে যোগাযোগ করতে পারেন।