Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাজ্যে একদিনে নতুন করে আক্রান্ত ১১২, আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪৫৬: স্বরাষ্ট্রসচিব

বাংলায় ফের বাড়ল সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘন্টায় বাংলায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১১২ জন। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৫৬ জন। এর সাথে বেড়েছে…

Avatar

বাংলায় ফের বাড়ল সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘন্টায় বাংলায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১১২ জন। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৫৬ জন। এর সাথে বেড়েছে মৃতের সংখ্যা ও। গত ২৪ ঘন্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে  মোট মৃতের সংখ্যা ৭২। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১ জন। মোট সুস্থ হয়েছেন ২৬৫ জন। বুধবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কখনো পর্যন্ত ৩০ হাজার ১৪১ টি নমুনা টেস্ট করা হয়েছে। রাজ্যে এখন একদিনে গড়ে টেস্টের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০০, আগে সেটা ২৫০ ছিল। এছাড়া ল্যাবরেটরির সংখ্যা বেড়ে হয়েছে ১৫ টি। রাজ্যে বর্তমানে ৬৭ টি করোনা হাসপাতাল আছে বলেও তিনি স্পষ্ট করে জানিয়েছেন। হাসপাতালে বেড রয়েছে ৮০৩৬ টি। ২৭১ টি ভেন্টিলেটর রয়েছে। আইসিএমআর -র কাছ থেকে আরও ১০ টি সরকারি ল্যাব ও ১২ টি পরীক্ষাগারের অনুমতি চাওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে, সেটাও তিনি উল্লেখ করেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

স্বরাষ্ট্রসচিব আরও বলেছেন যে কাদের করোনা টেস্ট করার দরকার আছে, সেটা নিয়ে আইসিএমআর -র নির্দিষ্ট গাইডলাইন আছে। কিন্তু বেশ কিছু ভুয়ো ক্লিনিকের খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই পুলিশ একটা ভুয়ো ক্লিনিকের খবর পেয়ে আইনগত ব্যবস্থা নিয়েছে। এছাড়া তিনি বলেন যে রাজ্যের থেকে অনেক আগেই বিদেশি বিমান বন্ধের কথা বলা হয়েছিল। সেই কাজটা অনেক পরে করা হয়েছে।

About Author