গত বুধবার রাজ্যসভায় পাশ হয়েছিল নাগরিকত্ব সংশোধনী বিল, অপেক্ষা ছিল শুধুমাত্র রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্বাক্ষরের। তাতেই আইনে পরিণত হত নাগরিকত্ব সংশোধনী বিল। বুধবার রাজ্যসভায় পেশ হওয়ার পরই তা পাঠানো হয় রাষ্ট্রপতির কাছে। বৃহস্পতিবারই বিলে স্বাক্ষর করে সম্মতি জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বৃহস্পতিবার থেকেই আইনে পরিণত হলো বিলটি।
এই আইন অনুযায়ী ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যেসকল হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিষ্টানরা এদেশে এসেছে তাদের নাগরিকত্ব দেবে ভারত সরকার। গত সোমবার তুমূল বিতর্কের মধ্যে লোকসভায় বিলটি পাশ হওয়ার পর বুধবার এটি রাজ্যসভাতেও পাশ হয়। বৃহস্পতিবার বিলটিতে রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হলো এটি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএদিকে বিলটির প্রতিবাদে সারা দেশ জুড়ে বিক্ষোভ দেখানো শুরু করেছে বিরোধী দলগুলি। উত্তরপূর্ব ভারত জুড়ে গত সোমবার থেকেই বিক্ষোভ দেখাচ্ছে বিভিন্ন ছাত্র সংগঠন গুলি। বিক্ষোভ সামলাতে অসম, ত্রিপুরা জুড়ে নামানো হয়েছে সেনা। অসমের মানুষের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট বার্তার পরেও শান্ত হচ্ছে না অসম সহ উত্তরপূর্ব ভারত।