হাওড়া ডিভিশনে লোকাল ট্রেন চালানোর প্রস্তুতিতে তোরজোর

Advertisement

Advertisement

এবার হাওড়া ডিভিশনে চালু হতে চলেছে লোকাল ট্রেন চলাচলের প্রস্তুতি। এর জন্য আরপিএফ-কে তৈরি থাকতে নির্দেশ দিল হাওড়া সিকিউরিটি কমিশনার। এছাড়া সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, রেল স্টেশনে প্রবেশ ও বাহির গেট কতগুলি?

Advertisement

স্টেশন থেকে কতজন যাত্রী যাতায়াত করেন? এইসমস্ত তথ্যের খুঁটিনাটিগুলি তলব করতে নির্দেশ দিয়েছেন সিকিউরিটি কমিশনার। সমস্ত তথ্য পাওয়ার পর চালু হবে স্বরাষ্ট্রমন্ত্রকের গাইডলাইন মেনে ট্রেন পরিষেবা।

Advertisement

এদিকে টানা আড়াই মাস লক ডাউনের পর ক্রমে স্বাভাবিক ছন্দে ফিরেছে গোটা কলকাতা। গোটা কলকাতায় পরিষেবা চালু হয়েছে অ্যাপ ক্যাব, অটো, ট্যাক্সি, সরকারি ও বেসরকারি বাস চলাচল। এবার হাওড়া ডিভিশনে ট্রেন চলাচল শুরু হবে বলে জানা গিয়েছে। লোকাল ট্রেন চলাচল পরিষেবা স্বাভাবিক হলে ক্রমে পরিবহন ব্যবস্থা যাত্রীদের জন্য অনুকূল হবে।

Advertisement

Recent Posts