Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সিলিন্ডারে 300 টাকা ছাড়, ডিএ 4% বৃদ্ধি, কৃষকদেরও খুশি করবে সরকার, নির্বাচনের আগে বড় ঘোষণার প্রস্তুতি

লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের বড় উপহার দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। এই প্রকল্পের আওতায় দেওয়া ভর্তুকির সময়সীমা এক বছরের জন্য বাড়ানো হয়েছে। সাংবাদিক বৈঠকে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয়…

Avatar

লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের বড় উপহার দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। এই প্রকল্পের আওতায় দেওয়া ভর্তুকির সময়সীমা এক বছরের জন্য বাড়ানো হয়েছে। সাংবাদিক বৈঠকে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল।

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, উজ্জ্বলা যোজনায় ৩০০ টাকা ভর্তুকির সময়সীমা এক বছরের জন্য বাড়ানো হয়েছে। এখন তা চলবে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত। ভর্তুকি পাওয়ার পর সিলিন্ডার পাওয়া যাবে ৬০৩ টাকায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সেই সঙ্গে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের জন্য বড়সড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকারও। পীযূষ গোয়েল জানান, মন্ত্রিসভার বৈঠকে মোদী সরকার ৪ শতাংশ ডিএ বৃদ্ধির অনুমোদন দিয়েছে। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এই ডিএ বৃদ্ধি কার্যকর হবে। এই বৃদ্ধির প্রত্যক্ষ সুফল পাবেন কর্মচারী ও পেনশনভোগীরা। এখন কেন্দ্রীয় কর্মচারীদের মোট ডিএ ৫০ শতাংশ হয়েছে। আগে ছিল ৪৬ শতাংশ।

সিলিন্ডারে 300 টাকা ছাড়, ডিএ 4% বৃদ্ধি, কৃষকদেরও খুশি করবে সরকার, নির্বাচনের আগে বড় ঘোষণার প্রস্তুতি

সাংবাদিক সম্মেলনে পীযূষ গোয়েল জানান, উত্তর-পূর্বের ৮টি রাজ্যের শিল্পের প্রসার ঘটানো হবে। মন্ত্রিসভা উন্নতি ২০২৪ প্রকল্প (উত্তর-পূর্ব রূপান্তরমূলক শিল্পায়ন প্রকল্প) অনুমোদন করেছে। পীযূষ গোয়েল জানিয়েছেন, শিল্প ও পরিষেবা ক্ষেত্রে ১০ হাজার কোটি টাকারও বেশি ইনসেনটিভ দেওয়া হবে।

About Author