Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনা ভাইরাসের টিকা নিতে পারবেন গর্ভবতী মহিলারা, ঘোষণা কেন্দ্রের

করোনা ভ্যাকসিন নিয়ে সকলের মধ্যে একাধিক ভয় কাজ করছে। অনেকে মনে করছেন গর্ভবতী মহিলারা করোনা টিকা নিতে পারবেন না। এবারে কেন্দ্রীয় সরকার সরাসরি ঘোষণার মাধ্যমে জানিয়ে দিলো গর্ভবতী মহিলারা এবার…

Avatar

By

করোনা ভ্যাকসিন নিয়ে সকলের মধ্যে একাধিক ভয় কাজ করছে। অনেকে মনে করছেন গর্ভবতী মহিলারা করোনা টিকা নিতে পারবেন না। এবারে কেন্দ্রীয় সরকার সরাসরি ঘোষণার মাধ্যমে জানিয়ে দিলো গর্ভবতী মহিলারা এবার থেকে করোনা টিকা নিতে পারবেন এবং তাদের অবশ্যই টিকা নেওয়া উচিত। আইসিএমআর গতকাল একটি বিবৃতি জারি করে ঘোষণা করেছে গর্ভবতী মহিলাদের জন্য করোনা টিকা অত্যন্ত প্রয়োজনীয় এবং তাদের এই টিকা অবশ্য গ্রহণ করা উচিত।

গত মাসে ঘোষণা করা হয়েছিল শিশুদের মায়েরা ভ্যাকসিন নিতে পারবেন কিন্তু সেই তালিকায় কিন্তু গর্ভবতী মহিলাদের স্থান ছিল না। আইসিএমআর এর তরফ থেকে তখন জানানো হয়েছিল, গর্ভবতী মহিলারা টিকা গ্রহণ করতে পারবেন না। কিন্তু তারপর আবার কেন্দ্রীয় সরকার তাদের মন্তব্য খারিজ করে জানিয়ে দিয়েছে, ‘ এর আগে যে ট্রায়াল করা হয়েছিল তাতে গর্ভবতী মহিলাদের অন্তর্ভুক্ত করা হয়নি এবং সেই ডেটা না থাকার কারণে পূর্ববর্তী নির্দেশিকা দেওয়া হয়েছিল।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কিন্তু শুক্রবার দিল্লিতে করনা টিকা নিয়ে একটি বিশেষ সাংবাদিক বৈঠক করে আইসিএমআর অধিকর্তা বলরাম ভার্গভ বললেন, ‘গর্ভবতী মহিলাদের করোনা ভাইরাসের টিকা নেওয়ার কোনো বিধিনিষেধ নেই বরং তারা দ্রুত তাদের ভ্যাক্সিনেশন সম্পূর্ণ করে নিন। এই নিয়ে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।’ যদি প্রসঙ্গত উল্লেখ্য এই মাসে NTAGI এর আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল গর্ভবতী মহিলাদের টিকাকরণ। সেখানেও বলা হয়েছিল মহামারী পরিস্থিতি বিবেচনা করে গর্ভবতী মহিলাদের টিকাকরণ থেকে কোন ভাবেই বাদ দেওয়া উচিত নয়।

তার পাশাপাশি করোনা ভাইরাসের টিকা নিয়ে বন্ধ্যাত্ব শিকার হওয়া সম্পূর্ণরূপে একটি ভুয়া দাবি বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। করোনা ভাইরাসের টিকা নিলে বন্ধ্যাত্বের আশঙ্কার যে দাবি করা হয়েছিল, তা সম্পূর্ণরূপে ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছে আইসিএমআর। ভ্যাকসিন নিয়ে ভ্রান্ত ধারণা দূর করার জন্য নতুন করে গাইড লাইন তৈরি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

About Author