শ্রেয়া চ্যাটার্জি : দাউ দাউ করে জ্বলছে অস্ট্রেলিয়ার বনাঞ্চল। সারা পৃথিবীর জন্য এক বড় খারাপ খবর। দাবানল নেভানোর কাজে এগিয়ে এসেছেন অনেক দমকলকর্মী যেটার মধ্যে ব্যতিক্রম একজন গর্ভবতী নারী।
বয়স মাত্র ২৩ বছর। তিনি গর্ভবতী। তার নাম কাট রবিনসন উইলিয়ামস। ১৪ সপ্তাহ গর্ভাবস্থা চলছে। সকলের অনুরোধ সত্বেও তিনি কিন্তু তার সিদ্ধান্তে অটল থেকেছেন। দু দুটো জীবনের ঝুঁকি জেনেও তিনি এগিয়ে গেছেন দাবানল নেভানোর কাজে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowনিজের ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন কাট এবং বলেছেন তিনি একজন দমকলকর্মী তিনি অবশ্য কোনও পুরুষ নন তিনি গর্ভবতী একজন নারী। তবে কে তাকে পছন্দ করছেন বা করছেন না তাতে তার কিছু যায় আসে না।
নিজস্ব স্বার্থের চৌকাঠ থেকে বেরিয়ে গিয়ে তিনি তাঁর জীবনকে উৎসর্গ করেছেন সেবার কাজে। সমস্ত নারীর কাছে এই ঘটনা বেশ অনুপ্রেরণার।