Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বেবিবাম্প নিয়ে বিজ্ঞাপনের শ্যুট, কাজে বিরাম নেই ‘হবু মা’ নুসরত জাহানের

টলি অভিনেত্রী খুব শীঘ্রই মা হতে চলেছেন। এই খবর এখন কারোরই অজানা নয়। তবে অভিনেত্রীর মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নিখিল জানিয়েছিলেন, অভিনেত্রীর আগত সন্তানের বাবা তিনি নন। অন্য দিকে,…

Avatar

টলি অভিনেত্রী খুব শীঘ্রই মা হতে চলেছেন। এই খবর এখন কারোরই অজানা নয়। তবে অভিনেত্রীর মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নিখিল জানিয়েছিলেন, অভিনেত্রীর আগত সন্তানের বাবা তিনি নন। অন্য দিকে, নুসরত দিন কয়েক আগে এক বিবৃতিতে জানিয়েছিলেন নিখিলের সঙ্গে তুরস্কতে যে ডেস্টিনেশান ওয়েডিং হয়েছিল তা ভারতের বিবাহ আইনে ‘বৈধ’ নয়। তাঁরা শুধুমাত্র লিভ-ইন সম্পর্কে ছিলেন। তবে অভিনেত্রী মা হচ্ছেন এই কথা এখন অনস্বীকার্য।

তবে অভিনেত্রী অন্তঃসত্ত্বা এ কথা পুরোপুরি সত্যি। বর্তমানে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা অবস্থায় দ্বিতীয় পর্যায় চলছে। সামনের সেপ্টেম্বরেই আসতে পারে নতুন অতিথি। তবে এত সবের মধ্যেও নিজের কাজকে প্রাধান্য দিলেন অভিনেত্রী। কাজের ফাঁকেই নিজেকে সময় দিচ্ছে তার মাঝেই করছে শ্যুটিং। সিনেমার নয়, বিজ্ঞাপনেরও চলছে শুটিংও। সেই শুটিংয়ের মুহূর্ত লেন্সবন্দী হয়েছেন অভিনেত্রী। আর সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল। ছবিতে দেখা যাচ্ছে, নুসরত পরণে রয়েছেন কালো রঙের হুডি, খোলা চুল। সযত্নে ঢেকে রেখেছেন নিজের বেবিবাম্প। মুখে চোখে প্রেগন্যান্সি গ্লো। তবে কিসের বিজ্ঞাপন শ্যুট করলেন তা জানা না গেলেও কাজের জায়গায় হাজির ছিল নুসরতের গোটা টিমই। ফ্যাশন স্টাইলিস্ট কিয়ারা সেনের ইনস্টা স্টোরিতে ধরা পড়েছে নুসরতের শ্যুটের এক্সক্লুসিভ মুহূর্ত। আর সেই মুহূর্ত নিজের স্টোরিতেও সেই ছবি শেয়ার করেছেন নুসরত।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই ছবি বেশ ভালোই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। তবে প্রশ্ন একটাই আছে, নুসরতের বাচ্চার পিতৃপরিচয় কি? তবে নুসরতের বিয়ে নিয়ে শুরু হয়েছে নানান কাঁটাছেঁড়া। জন-প্রতিনিধি হিসেবে লোকসভার বায়োপ্রোফাইলে অভিনেত্রী ‘বিবাহিত’ এবং স্বামীর নামের জায়গায় নিখিল জৈনের নাম উল্লেখ আছে তবে প্রশ্ন উঠছে নিখিলকে স্বামী না মানলেও কেন তিনি এই কাজ করেছেন? সংসদ হিসেবে শপথ নেওয়ার দিন নববধূ সাজে অভিনেত্রী বলেন, ‘আমি নুসরত জাহান রুহি জৈন’ বলে সাংসদ হিসাবে নুসরত জাহানের শপথবাক্য পাঠে করেন। সেই মুহূর্তের ভিডিও টুইটে করে শেয়ার করেছেন বিজেপির অমিত মালব্য। তাতে তিনি অভিনেত্রীকে প্রশ্ন করেন,জন-প্রতিনিধি হিসেবে নুসরত তাঁর ম্যারিটাল স্টেটাস সম্পর্কে যে তথ্য পেশ করেছেন, তা পুরোটাই মিথ্যা।

About Author