Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বর্তমান কাউন্সিলর হলেই মিলবে না পুরভোটের টিকিট, জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী

বর্তমানে কাউন্সিলর রয়েছেন মানেই যে আগামী পুরভোটের টিকিট পাবেন, তেমন কোনো নিশ্চয়তা নেই বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী। শুক্রবার তপসিয়ার তৃণমূল ভবনে জেলা সভাপতিদের নিয়ে এক দলীয় বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা…

Avatar

বর্তমানে কাউন্সিলর রয়েছেন মানেই যে আগামী পুরভোটের টিকিট পাবেন, তেমন কোনো নিশ্চয়তা নেই বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী। শুক্রবার তপসিয়ার তৃণমূল ভবনে জেলা সভাপতিদের নিয়ে এক দলীয় বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে যাতে কেউ কোনো গন্ডগোল না করে তারও বার্তা দেন তিনি।

জেলা তৃণমূল সভাপতি ও জেলার পর্যবেক্ষক ঠিক করবেন কাকে দেওয়া হবে পুরভোটের টিকিট। শুধু বর্তমান কাউন্সিলর হলেই মিলবে না টিকিট। একইসঙ্গে পুরভোটে দলীয় প্রার্থী হওয়ার টিকিট না মিললেও কোনো রকম বিক্ষোভ দেখানো যাবে না বলে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : CAA প্রতিবাদীদের ফের হুঁশিয়ারি যোগীর, বুঝে নেবে সব হিসেব-নিকেষ

এতদিন ধরে দেখা যেত, আগের ভোটে জেতা ব্যক্তিকে এবারও টিকিট দেওয়া হবে। কিন্তু প্রশান্ত কিশোর আসার পর থেকেই সেই ধারার পরিবর্তন হচ্ছে। স্বচ্ছ ভাবমূর্তির কোন নেতাকেই এবার পুরভোটে অগ্রণী ভূমিকা রাখতে দেখা যাবে। এ ক্ষেত্রে দলের অভ্যন্তরে কোন ধরনের বিক্ষোভ বরদাস্ত করবে না দল। পুরভোটের দামামা বেজে ওঠার আগে তৃণমূলের এমন দলীয় বৈঠককে ঘিরে জল্পনা বাড়ছে রাজনৈতিক মহলে।

About Author