Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

টাকা জমা দিয়েও ফের আবেদন আইনজীবী প্রশান্ত ভূষণের

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আদালত অবমাননার মামলায় ১ টাকা মিটিয়ে দিয়েও রায় পুনর্বিবেচনার আবেদন জানালেন আইনজীবী প্রশান্ত ভূষণ৷ প্রসঙ্গত, আদালত অবমাননার দায়ে তাকে ১ টাকার জরিমানা দিতে বলেছিলো সুপ্রিম…

Avatar

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আদালত অবমাননার মামলায় ১ টাকা মিটিয়ে দিয়েও রায় পুনর্বিবেচনার আবেদন জানালেন আইনজীবী প্রশান্ত ভূষণ৷ প্রসঙ্গত, আদালত অবমাননার দায়ে তাকে ১ টাকার জরিমানা দিতে বলেছিলো সুপ্রিম কোর্ট৷ কিছুদিন আগে সুপ্রিম কোর্ট এবং তার কয়েকজন বিচারপতির বিরুদ্ধে বেশ কয়েকটি ট্যুইট করেন প্রশান্ত ভূষণ।

এরপরেই তাকে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করে শীর্ষ আদালত৷ সেই নিয়ে জরিমানা না দেওয়ার দায়ে তিন মাসের জন্য জেলে যেতে হবে বলেও জানিয়েছিলো সুপ্রিম কোর্ট। এমনকি জরিমানা না দিলে তিন বছর আইনজীবী হিসেবে প্র্যাক্টিস করতে পারবেন না বলেও জানায় সুপ্রিম কোর্ট। জানানো হয়েছিলো আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে জরিমানার টাকা মেটাতে হবে প্রশান্ত ভূষণকে৷

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এ দিন সু্প্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করে তিনি জানান, “প্রতীকী জরিমানা মিটিয়ে দেওয়ার অর্থ এই নয় যে আমি আদালতের রায় মেনে নিয়েছি”৷ ভূষণ আরো জানিয়েছেন, জরিমানার অর্থ মিটিয়ে দেওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ তাঁকে আর্থিক সাহায্য পাঠিয়েছেন৷ ওই অর্থ দিয়ে একটি বিশেষ তহবিলও গঠন করা হবে বলে জানানো হয়।

About Author