খুব সম্প্রতি প্রানুতানের একটি ঝলক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। সেখানে তাকে ডিপ নেকলাইন কাটিং ডিজাইনার লেহেঙ্গায় দেখা গিয়েছে। লেহেঙ্গায় সাদা, লাল ও সবুজ সুতো দিয়ে জমকালো কাজ করা ছিল। খোলা চুলে, নুড মেকাপেই ক্যামেরার সামনে এদিন হাজির হয়েছিলেন তিনি। তার চোখে মুখে ছিল বোল্ডনেসের ছাপ স্পষ্ট। খুব সম্ভবত কোন ফটোশুটের সূত্র ধরেই এই বেসে সেজে উঠেছিলেন তিনি। আপাতত সেই ঝলক নিজেই শেয়ার করে নিয়ে চর্চিত প্রানুতান। আর তার রূপের এই ঝলক ভাইরাল হওয়ার পর থেকেই নেটজনতার একাংশের মত, তিনি বারবার মনে করিয়ে দিচ্ছেন নুতানের কথাই। পাশাপাশি তার রূপ ও গুন টেক্কা দিচ্ছে বলিউডের একাধিক ডিভাদেরও।
Pranutan Bhal: নূতনের নাতনির সামনে পুরো ব্যর্থ বলি অভিনেত্রীরা, তাকে দেখে এমন কথাই বললেন নেটজনতার একাংশ
নুতান হিন্দি চলচ্চিত্র জগৎ-এর অন্যতম জনপ্রিয় নাম। বলিউডের ৭০ দশকের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। সেইসময় তার রূপে মুগ্ধ ছিলেন ছোট থেকে বড় সকলেই। এখনো পর্দায় তার অভিনয়ের…

আরও পড়ুন