নয়াদিল্লি: ফের স্বাস্থ্যের অবনতি ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়ের। আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই শারীরিক অসুস্থতা নিয়ে দিল্লির ক্যান্টনমেন্টের আর্মিজ রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি হন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি। হাসপাতালে ভর্তির পর পরই তাঁর মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত বের করতে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। অনেক কষ্টে অস্ত্রোপচার করে তাঁর মস্তিষ্ক থেকে জমাট বাঁধা রক্ত বার করা হলেও।
এরপরে আবার করোনার সংক্রমণও ধরা পড়ে তাঁর শরীরে । পরে আবার মূত্রাশয়ের মাপকাঠির সামান্য অবনতি হতে শুরু হওয়ায় চব্বিশ ঘন্টা তাকে নজরে রাখতে শুরু করেন চিকিৎসকরা। কিন্তু গতকাল রাত থেকে ফের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowজানা গিয়েছে ফুসফুসে সংক্রমণের জেরে সেপটিক শক হয়েছে তাঁর। তাই এখনো গভীর কোমায় আছেন প্রণব মুখপাধ্যায়। গতকাল হাসপাতালের চিকিৎসকরা জানান, ফুসফুসে সংক্রমণের জেরে সেপটিক শক হয়েছে তাঁর, তাই তিনি গভীর কোমায় চলে গিয়েছেন তাই এখনো পর্যন্ত তাকে ভেন্টিলেটর সাপোর্টেই রাখা হয়েছে।