বর্তমানে অর্থ সঞ্চয়ের জন্য প্রত্যেকের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা খুব জরুরি। বর্তমানে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে একগুচ্ছ স্কিম রয়েছে বাজারে। ভবিষ্যতের জন্য সময় থাকতেই কমবেশি অনেকেই টাকা জমিয়ে রাখেন বিভিন্ন প্রকল্পে। বিনিয়োগের ক্ষেত্রে যতই নতুন নতুন মাধ্যম, নতুন নতুন স্কিম আসুক না কেন, এখনও অনেকেই ব্যাঙ্কের উপরেই ভরসা করে থাকেন।ব্যাঙ্কিং পরিষেবার লাভের ব্যাপারে সকলের জানা যেমন দরকারি তেমনি প্রত্যেক নাগরিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকাও দরকার। এই কারণে প্রধানমন্ত্রী জন ধন যোজনার (Pradhanmantri Jan Dhan Yojna) অধীনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার উপরে জোর দেওয়া হচ্ছে সরকারের তরফে। এই যোজনার অধীনে একগুচ্ছ লাভ পেয়ে থাকেন গ্রাহকরা।
প্রধানমন্ত্রী জন ধন যোজনায় অ্যাকাউন্ট খুললে একাধিক লাভ পেয়ে যাবেন গ্রাহকরা। এই অ্যাকাউন্টে কোনো নির্দিষ্ট ব্যালেন্স ধরে রাখার প্রয়োজন নেই। এতে ১০,০০০ টাকার ওভারড্রাফট, বিনামূল্যে রুপি কার্ড, ২ লক্ষ টাকার দুর্ঘটনা বিমার মতো লাভ পাওয়া যায়। কী কী সুবিধা পাওয়া যাবে প্রধানমন্ত্রী জন ধন যোজনায়, বিস্তারিত তথ্য রইল এই প্রতিবেদনে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই যোজনার অধীনে অ্যাকাউন্ট খুললে কোনো নির্দিষ্ট ব্যালেন্স বজায় রাখার প্রয়োজন নেই। ১০,০০০ টাকা পর্যন্ত ওভারড্রাফট পাওয়া যাবে এখানে। জন ধন অ্যাকাউন্টে রাখা টাকার উপরে পাওয়া যায় সুদের সুবিধা। পাশাপাশি সক্রিয় RuPay ডেবিট কার্ডে মেলে দুর্ঘটনা বিমার সুবিধা। এই যোজনার অধীনে পাওয়া যায় ২ লক্ষ টাকার লাইফ কভার এবং ২ লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল কভার। এই যোজনায় বড় লাভ হল, এতে ডিবিটির সুবিধা পাওয়া যায়, যার ফলে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার মতো সরকারি প্রকল্পে লাভ পাওয়া যায়।
প্রধানমন্ত্রী জন ধন যোজনার অধীনে অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাঙ্কে গিয়ে ফর্ম পূরণ করতে হবে। প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের মতো জরুরি নথিপত্রের সঙ্গে জমা করতে হবে ফর্ম। তারপরেই প্রধানমন্ত্রী জন ধন যোজনার অধীনে অ্যাকাউন্ট খোলা যাবে।