Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দারিদ্র্যের কাছে হার মেনেছে শিল্পীর শৈল্পিকতা, ফেলে দেওয়া জিনিস দিয়ে বানিয়েছেন অনবদ্য চিত্র

শ্রেয়া চ্যাটার্জী : ৬৭ বছরের এক বৃদ্ধ অরুণ বাবু, বাড়িতে ঢুকলেই দেখা যায় দেওয়াল ভর্তি রয়েছে চিত্র কার্য। আঁকতে গেলে প্রয়োজন রংতুলির তবে, এই রং কেনার ক্ষমতা নেই এই মানুষটির। দারিদ্রতা…

Avatar

শ্রেয়া চ্যাটার্জী : ৬৭ বছরের এক বৃদ্ধ অরুণ বাবু, বাড়িতে ঢুকলেই দেখা যায় দেওয়াল ভর্তি রয়েছে চিত্র কার্য। আঁকতে গেলে প্রয়োজন রংতুলির তবে, এই রং কেনার ক্ষমতা নেই এই মানুষটির। দারিদ্রতা কিন্তু এই মানুষটির শৈল্পিকতা কে শেষ করে দেয় নি, বিভিন্ন ফেলে দেওয়া জিনিস দিয়ে তিনি ফুটিয়ে তুলেছেন তার চিত্র কাগজ প্লাস্টিক ওষুধের ফয়েল ইত্যাদি জিনিস ব্যবহার করে তিনি অনবদ্য সুন্দর রূপ দিয়েছেন।

তবে এই শিল্পীর ছবিকে প্রয়োজন সকলের সামনে তুলে ধরার শিল্পীর কদর প্রয়োজন। দারিদ্র্যের অভাব-অনটনের শিল্পী যেন কোনভাবেই মৃত্যুর পথ বেছে না নেন, সেদিকে লক্ষ্য রাখতে হবে। সাধারণ মানুষকে তার থেকে ছবি কিনতে হবে এবং তাকে উপযুক্ত দাম দিয়ে সম্মানিত করতে হবে। যদিও এক সময় তার কাগজে নাম বেরিয়ে ছিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি এই শিল্পীর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

About Author