Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কাটোয়ার ঘোড়ানাশ গ্রামের মৃৎশিল্পীরা সরস্বতী প্রতিমা তৈরিতে ব্যস্ত

গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমান: হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব সরস্বতী পূজা।প্রতিবছরের মতো এবারও জ্ঞানের আলো ছড়াতে আসছেন দেবী সরস্বতী। মৃৎশিল্পীরা ব্যস্ত সময় কাটাচ্ছে প্রতিমা তৈরিতে। এখন চলছে বাঁশ, খড়…

Avatar

গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমান: হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব সরস্বতী পূজা।প্রতিবছরের মতো এবারও জ্ঞানের আলো ছড়াতে আসছেন দেবী সরস্বতী। মৃৎশিল্পীরা ব্যস্ত সময় কাটাচ্ছে প্রতিমা তৈরিতে। এখন চলছে বাঁশ, খড় ও কাঁদামাটি দিয়ে প্রতিমার অবকাঠামো তৈরি ও প্রলেপ দেওয়ার প্রাথমিক কাজ। কাটোয়া ২নং ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ানাশ গ্রামের দক্ষিণপাড়া মৃৎশিল্পী মহাদেব পাল ও চাঁদ পালের কারখানায় চলছে ছোট-বড় বিভিন্ন সাইজের প্রতিমা তৈরির কাজ। মৃৎশিল্পীরা দিনরাত পরিশ্রম করে চলেছেন। মৃৎশিল্পী মহাদেব পাল জানান,

সামনে সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা বানাচ্ছি। সারা বছর বিভিন্ন প্রতিমা তৈরি করি। এবার বিভিন্ন সাইজের সরস্বতী প্রতিমা তৈরি করেছি। মৃৎশিল্পী চাঁদ পাল জানান, ঠাকুর তৈরি ও তার সাজসজ্জার যে কাঁচামাল তার দাম বেড়েছে। ফলে ঠাকুর তৈরির খরচ অনেকটাই বেড়েছে। ফলে যারা ঠাকুর আগে থেকে বায়না করছেন তারা অতিরিক্ত দাম দিতে রাজি নয়। তার উপর আছে বিক্রিতে ভাটা পড়ে তাই তারাও ঠাকুরের দাম বাড়াতে পারছেন না ফলে লাভের কথা তো দুর, খরচ উঠবে কিনা সংশয়ে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author