পুজোর আগেই গ্রাহকদের জন্য সুখবর নিয়ে হাজির পোস্ট অফিস। বিশেষ করে নিজেদের প্রবীণ গ্রাহকদের কথা মাথায় রেখেই রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে নতুন সুদের স্কিম নিয়ে এলো পোস্ট অফিস। এক্ষেত্রে অল্প বিনিয়োগে অর্থাৎ ৫০০০ টাকা বিনিয়োগেই মিলবে ৫০ হাজারেরও বেশি সুদ। ৬.৫ থেকে ৭ শতাংশ হারে সুদ পাবেন পোস্ট অফিসের সমস্ত ধরনের গ্রাহকরা।
রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে সুদের পরিমাণ-
অল্প বিনিয়োগে বৃহৎ তহবিল তৈরি করা সম্ভব আরডি অর্থাৎ রেকারিং ডিপোজিটের সূত্র ধরে। পোস্ট অফিসে একবছর থেকে শুরু করে দশবছর পর্যন্ত সময়ের আরডি অ্যাকাউন্ট খোলা যায়। এক্ষেত্রে সাধারণ গ্রাহকরা ৬.৫-৭ শতাংশ হারে সুদ পান। অন্যদিকে প্রবীণ গ্রাহকদের সুদের পরিমাণ বেশি। তারা এক্ষেত্রে ৭-৭.৫ শতাংশ হারে সুদ পেয়ে থাকেন। উল্লেখ্য, চলতি বছরের ১৫’ই ফেব্রুয়ারি থেকে এই সুদের পরিমাণ গ্রাহ্য হয়েছে আরডি সমস্ত অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে।
প্রবীণ ও সাধারণ গ্রাহকদের প্রাপ্ত সুদের তালিকা-
১) একবছর থেকে দু’বছরের সময়কালে সুদের পরিমাণ- সাধারণের ৬.৮%, প্রবীণদের ৭.৩%।
২) দুই থেকে তিনবছরের সময়কালে সুদের পরিমাণ – সাধারণের ৭%, প্রবীণদের ৭.৫%।
৩) তিন থেকে পাঁচবছরের সময়কালে সুদের পরিমাণ – সাধারণের ৬.৫% , প্রবীণদের ৭%।
৪) পাঁচ থেকে দশবছরের সময়কালে সুদের পরিমাণ- সাধারণের ৬.৫%, প্রবীণদের ৭.৫%।
এক্ষেত্রে যদি কোন ব্যক্তি ৫ বছরের জন্য একটি রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খোলেন আর তাতে যদি প্রতিমাসে ৫ হাজার টাকা করেই জমা করতে থাকেন তাহলে, মেয়াদ শেষে ৩ লাখ ৫৬ হাজার ৮৩০ টাকা পাবেন। এক্ষেত্রে ৩ লাখ ঐ ব্যক্তির বিনিয়োগ হবে এবং বাকি ৫৬,৮৩০ টাকা সুদ মারফত মিলবে। এক্ষেত্রে সুদের পরিমাণ থাকবে ৬.৭%।