Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পোস্ট অফিসের অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য এসে গেল নতুন সুবিধা, জানলে আপনিও হবেন খুশি

যদি ভারতের অধিকাংশ মানুষের মতো আপনিও পোস্ট অফিসের গ্রাহক হন তাহলে আপনার জন্য রয়েছে একটা বড় সুখবর। এতদিন পর্যন্ত পোস্ট অফিসের কাজ নিয়ে অনেকের কাছে সমস্যা থাকলেও এই সমস্যা এবার…

Avatar

যদি ভারতের অধিকাংশ মানুষের মতো আপনিও পোস্ট অফিসের গ্রাহক হন তাহলে আপনার জন্য রয়েছে একটা বড় সুখবর। এতদিন পর্যন্ত পোস্ট অফিসের কাজ নিয়ে অনেকের কাছে সমস্যা থাকলেও এই সমস্যা এবার থেকে দূর হতে চলেছে। পোস্ট অফিস আপনাকে একটি দারুণ সুবিধা দিচ্ছে, যা আপনার ভবিষ্যৎকে আরো বেশি সুরক্ষিত এবং সহজ করে তুলতে পারে। আপনি যদি এখনো এই নতুন নিয়ম সম্পর্কে না জেনে থাকেন তাহলে এখনি জেনে নিন। এর আওতায় এখন পোস্ট অফিস একাউন্টে থাকা গ্রাহকরা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার করতে পারবেন। ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, এবার থেকে পোস্ট অফিস ব্যাংক অ্যাকাউন্টের জন্যও চালু হয়ে গিয়েছে NEFT ও RTGS এর সুবিধা।

পোস্ট অফিসে দেওয়া তথ্য অনুযায়ী ১৮ মে থেকে পোস্ট অফিস NEFT এর সুবিধা শুরু করতে চলেছে আর RTGS এর সুবিধা শুরু হবে ৩১ মে থেকে। অর্থাৎ এখন পোস্ট অফিসের গ্রাহকরা টাকা পাঠানোর সুবিধা পাবেন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে। এর পাশাপাশি পোস্ট অফিসের ব্যাংক একাউন্ট এখনো অন্যান্য ব্যাংক একাউন্টের মত আরও বেশি ব্যবহারকারী বান্ধব হয়ে উঠেছে। শুধু তাই নয়, অন্যান্য ব্যাংকে যেরকম ২৪×৭×৩৬৫ এই সুবিধা পাওয়া যায়, পোস্ট অফিস ব্যাংক অ্যাকাউন্টেও আপনি এরকমই সুবিধা পাবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আপনাদের জানিয়ে রাখি, অন্যান্য ব্যাংকের মতো এখন আইপিপিবি-ও NEFT ও RTGS এর সুবিধা প্রদান করছে। এর মাধ্যমে আপনি খুব সহজে অন্য একাউন্টে টাকা পাঠাতে পারবেন। এর মাধ্যমে আপনি অত্যন্ত দ্রুত টাকা ট্রান্সফার করতে পারবেন। প্রকৃতপক্ষে ইলেকট্রনিকভাবে তহবিল স্থানান্তর করতে পারবেন আপনি। এজন্য কিছু বিশেষ শর্তাবলী রয়েছে। NEFT এর মাধ্যমে টাকা স্থানান্তরের ক্ষেত্রে কোন সর্বাধিক সীমা নেই। তবে যদি আপনি RTGS ব্যবহার করেন তাহলে কিন্তু একটা সর্বাধিক সীমা থাকছে। এর মাধ্যমে টাকা পাঠাতে গেলে আপনাকে কমপক্ষে একবারে দুই লক্ষ টাকা পাঠাতে হবে।

এজন্য আপনাকে কিছু চার্জ দিতে হবে। NEFT যদি আপনি করেন তাহলে আপনাকে ১০ হাজার টাকা পর্যন্ত ২.৫০ টাকা + জিএসটি দিতে হবে। ১০ হাজার থেকে ১ লক্ষ টাকার জন্য ৫ টাকা + জিএসটি দিতে হবে। ১ লক্ষ টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত ১৫ টাকা + জিএসটি দিতে হবে, এবং ২ লক্ষের বেশি টাকার জন্য ২৫ টাকা + জিএসটি দিতে হবে।

About Author