ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Post office FD: সুদের হার বাড়ল পোস্ট অফিসের এই সমস্ত বিনিয়োগ প্রকল্পে, এবার থেকে পাবেন আরও বেশি রিটার্ন

এই মুহূর্তে পোস্ট অফিসে আপনারা বিভিন্ন ধরনের প্রকল্পের সঙ্গে আলাদা আলাদা সুদের হার পেতে পারছেন

Advertisement
Advertisement

ব্যাংকের মতো এই পোস্ট অফিসেও সব সময় নানা রকমের বিনিয়োগের প্রকল্প চলতে থাকে। এই সমস্ত বিনিয়োগের প্রকল্পকে এক কথায় বলা হয় পোস্ট অফিস টাইম ডিপোজিট। এক বছর, দু বছর, তিন বছর এবং পাঁচ বছরের সময়ের জন্য আপনি এই টাইম ডিপোজিটে বিনিয়োগ করতে পারেন। বিভিন্ন সময়ের হিসেবে এখানে বিনিয়োগের মাপকাঠি অন্যরকম হয়। সম্প্রতি পোস্ট অফিসের তরফ থেকে এই প্রকল্পের সুদের হার বৃদ্ধি করা হয়েছে। তাই এই মুহূর্তে যদি আপনি পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট একাউন্ট করতে চান, তাহলে আপনি আগের থেকে একটু বেশি সুদ পেয়ে যাবেন। চলুন জেনে নেওয়া যাক, আপনি কতটা সুদ পেতে চলেছেন এই টাইম ডিপোজিট একাউন্ট থেকে।

Advertisement
Advertisement

১. এক বছরের ফিক্সড ডিপোজিট

Advertisement

পোস্ট অফিসের এক বছরের ফিক্সড ডিপোজিটে আপনি ৬.৮ হারে সুদ পাবেন, যা আগে ছিল ৬.৬ শতাংশ। মনে করুন আপনি যদি এক বছরের জন্য ২ লক্ষ টাকার একটি ফিক্স ডিপোজিট করেন তাহলে আপনি ৬.৮ শতাংশ হারে সুদ হিসেবে ১৩,৯৫১ টাকা পেয়ে যাবেন। সেই হিসেবে এক বছর পরে আপনি ২,১৩,৯৫১ টাকা তুলতে পারবেন।

Advertisement
Advertisement

২. দু’বছরের ফিক্সড ডিপোজিট

আপনি যদি দুই বছরের জন্য ফিক্স ডিপোজিট করার কথা ভাবেন তাহলে দুই বছরের ফিক্সড ডিপোজিটে এই মুহূর্তে ৬.৯ শতাংশ করে সুদ পাওয়া যাচ্ছে। পহেলা এপ্রিলের আগে এই সুদের হার ৬.৮ শতাংশ ছিল। এই পরিস্থিতিতে যদি আপনি দুই বছরের জন্য একটি দু লক্ষ টাকার ফিক্স ডিপোজিট করেন তাহলে আপনি সুদ হিসাবে মোট ২৯,৩২৫ টাকা পেয়ে যাবেন। অর্থাৎ দু’বছর পরে আপনি সর্বমোট ২ লক্ষ ২৯ হাজার ৩২৫ টাকা পেয়ে যাবেন।

৩. তিন বছরের ফিক্স ডিপোজিট

একই সময় ১ এপ্রিল থেকে তিন বছরের পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে এখন আপনি ৭ শতাংশ করে সুদ পেয়ে যাবেন। এর আগে পর্যন্ত সুদের হার ছিল ৬.৯ শতাংশ। অর্থাৎ যদি আপনি তিন বছরের জন্য দুই লক্ষ টাকার একটি এফডি করেন, তাহলে আপনি সুদ হিসেবে ৪৬,২৮৮ টাকা পেয়ে যাবেন। এভাবে আপনি মেয়াদ পূর্তিতে ২,৪৬,২৮৮ টাকা ঘরে তুলতে পারবেন।

৪. পাঁচ বছরের ফিক্সড ডিপোজিট

যদি আপনি পাঁচ বছরের জন্য ফিক্স ডিপোজিট করেন তাহলে আপনি ৭.৫ শতাংশ হারে সুদ পেয়ে যাবেন। ১ এপ্রিলের আগে এই সুদের হার ছিল ৭ শতাংশ। এইভাবে আপনি পাঁচ বছরের জন্য যদি ২ লক্ষ টাকার একটি ফিক্স ডিপোজিট করেন তাহলে আপনি সুদ হিসেবে ৮৯,৯৯০ টাকা পেয়ে যাবেন এবং আপনি পাঁচ বছর পরে ২,৮৯,৯৯০ টাকা ঘরে তুলতে পারবেন।

Advertisement

Related Articles

Back to top button