Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফের নিম্নচাপ সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরের বুকে, বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে

পুজো আগমনী মুহূর্তেও ভ্যাপসা গরম নিত্যসঙ্গী বাংলার মানুষের। সকাল হতে না হতেই চড়া রোদ এবং ঝকঝকে নীল আকাশের দেখা মিলছে। বেলা বাড়লে বাড়ছে রোদের তাপ। একেবারে যেন হাঁসফাঁস অবস্থা। গরমে…

Avatar

পুজো আগমনী মুহূর্তেও ভ্যাপসা গরম নিত্যসঙ্গী বাংলার মানুষের। সকাল হতে না হতেই চড়া রোদ এবং ঝকঝকে নীল আকাশের দেখা মিলছে। বেলা বাড়লে বাড়ছে রোদের তাপ। একেবারে যেন হাঁসফাঁস অবস্থা। গরমে কাহিল কলকাতা সহ আশেপাশের জেলাগুলি। ঘর্মাক্ত দুপুরে বঙ্গবাসীর স্বস্তির নিঃশ্বাস নেওয়া দায় হয়ে পড়েছে। সকলের মনে এখন একটাই প্রশ্ন। কবে এই ভ্যাপসা গরম থেকে মুক্তি পাবে দক্ষিণ বঙ্গবাসী? আর এই অসহনীয় পরিস্থিতিতে সম্প্রতি আশার বাণী শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

হাওয়া অফিসের মতে আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবারের মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গিয়ে নিম্নচাপের পরিণত হবে। এর প্রভাবে আগামী শনি, রবি ও সোমবার কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আসলে চলতি বছরে বৃষ্টির ঘাটতিতে অতিষ্ঠ দক্ষিণ বঙ্গবাসী। গোটা বছরজুড়ে একদিনের জন্যও ভারী বৃষ্টি হয়নি কলকাতাতে। নিম্নচাপের দরুন কয়েকদিন আগে কিছুটা বৃষ্টি হলেও তা বৃষ্টির ঘাটতি মেটাতে পারেনি। ফলে দাবদাহে নাজেহাল হতে হচ্ছে দক্ষিণবঙ্গকে। এই পরিস্থিতিতে নতুন করে নিম্নচাপ সৃষ্টি হয়ে আবার কিছুদিন বৃষ্টি হলে খানিকটা হলেও স্বস্তি মিলবে বলে মনে করা হচ্ছে।

About Author