Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘আর দেখতে পাব কি না জানি না’, করোনায় চোখের দৃষ্টিশক্তি হারাতে বসেছেন গায়িকা পরমা

আবারো টলিপাড়াতে খুব খারাপ খবর। করোনা একটু কমলেও এখনো পুরোপুরি বিপদ কাটেনি। এবারে করোনা আক্রান্ত হয়েছেন টলিপাড়ার জনপ্রিয় গায়িকা পরমা বন্দোপাধ্যায়। তবে তিনি করোনায় আক্রান্ত হলেও করোনার সাইড এফেক্টে বেশি…

Avatar

By

আবারো টলিপাড়াতে খুব খারাপ খবর। করোনা একটু কমলেও এখনো পুরোপুরি বিপদ কাটেনি। এবারে করোনা আক্রান্ত হয়েছেন টলিপাড়ার জনপ্রিয় গায়িকা পরমা বন্দোপাধ্যায়। তবে তিনি করোনায় আক্রান্ত হলেও করোনার সাইড এফেক্টে বেশি ভুক্তভোগী। হ্যাঁ তাই নিজেই হাসপাতাল থেকেই সকলকে করোনা নিয়ে সতর্ক করলেন।

বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে পরমা জানান, করোনার জন্য তাঁর এক চোখের দৃষ্টি হারাতে বসেছেন। শুধু তিনি নন তাঁর চিকিৎসকেরাও বেশ চিন্তিত গায়িকাকে নিয়ে। কোভিডের ফল যে কতটা ভয়ঙ্কর, সেই কথাই এদিন আরও একবার সকলকে মনে করিয়ে দিয়েছেন পরমা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জানা গিয়েছে, গত সপ্তাহে আচমকাই পরমার জ্বর আসে। চিকিৎসকের পরামর্শ মতো কোভিডের সমস্ত পরীক্ষা করান। করোনা সংক্রমণ প্রথমে ধরা না পড়লেও, বেশি ছিল সি আর পি। ডাক্তারের পরামর্শ মতো সমস্ত অ্যান্টি বায়োটিক-সহ প্রয়োজনীয় ওষুধের কোর্স শেষ করেন গায়িকা। আস্তে আস্তে সুস্থ হলেও হঠাৎ করে গত শুক্রবার থেকে আচমকাই বিপত্তি। ঝাপসা হয়ে আসে পরমার বাঁ চোখ। দুদিন যেতে না যেতে রবিবারের মধ্যেই ৮০ শতাংশ দৃষ্টি পুরপুরি চলে যায়। পরমা লেখেন, ‘অথচ কোনও উপসর্গ নেই। যন্ত্রণা নেই। চোখ থেকে জল পড়া নেই। অথচ বাঁ চোখের দৃষ্টি হারিয়ে ফেললেন। প্রথমদিকে বাঁ চোখটা একটু ভারী ভারী ঠেকছিল। আচমকাই আর দেখতে পাচ্ছেননা।

চোখের হঠাৎ এই ব্যামোতে কলকাতার অন্যতম রেটিনা সার্জেন ড. অভিজিৎ চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে ভর্তি হয়েছেন কলকাতার এক নামো বেসরকারি আই হসপিটালে। পরীক্ষা করে জানা গিয়েছে, VKH Syndrome নামের এক অসুখে ভুগছেন তিনি। আর ওই অসুখের জেরে পরমার চিরতরেও চলে যেতে পারে দৃষ্টিশক্তি।

পরমা নিজের এই পোস্টে সকলের উদ্দেশ্যে সাবধানের বার্তা লিখলেন, ‘কোভিড থেকে এখনই সাবধান হন সকলস। আক্রান্ত হওয়ার পর হয়তো প্রাণে বেঁচে যেতে পারে। কিন্তু অঙ্গহানি হতেই পারে’, এভাবেই নিজের সোশ্যাল মিডিয়ায় সবাইকে সাবধান করলেন তিনি। আপাতত পরমার দ্রুত চোখের সার্জারি করানোর সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসক। এখনো হাসপাতালে বারংবার রক্ত পরীক্ষা, চোখের নানা পরীক্ষা করা হয়েছে। চোখের মণি থেকে ফ্লুয়িড নিয়ে ঠিক কী ধরনের সংক্রমণ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পরমা জানান, ‘তিনি এখনও জানেননা আদৌ কী পরিস্থিতি। আদৌ সেরে উঠবেন কিনা। আপনারা সাবধানে থাকুন এবং তাঁর জন্য প্রার্থনা করুন।’

About Author