Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তরুনীদের খোলা পিঠে লেখা অশ্লীল শব্দ, রবীন্দ্র ভারতীর বসন্তোৎসবের সেই ছবি নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

বিগত কয়েক বছর ধরেই রবীন্দ্রভারতী আয়োজিত বসন্তোৎসবে ঘটে চলেছে অনিয়ম ও বিশৃঙ্খলা; তবে সে সবে কর্নপাত করেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যার ফলস্বরূপ সমস্ত ঘটনাকে ছাপিয়ে গেল গতকাল ঘটে যাওয়া একটি কুরুচিপূর্ন…

Avatar

বিগত কয়েক বছর ধরেই রবীন্দ্রভারতী আয়োজিত বসন্তোৎসবে ঘটে চলেছে অনিয়ম ও বিশৃঙ্খলা; তবে সে সবে কর্নপাত করেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যার ফলস্বরূপ সমস্ত ঘটনাকে ছাপিয়ে গেল গতকাল ঘটে যাওয়া একটি কুরুচিপূর্ন ঘটনা।

কলেজ ক্যাম্পাসে বেশকিছু তরুনী তাদের শাড়ির ফাঁকে খোলা পিঠে কিছু লিখে রেখেছেন এবং তা বেশ স্পষ্ট। পিঠে লেখা রবি ঠাকুর রচিত একটি গান ‘সেদিন দুজনে দুলেছিনু বনে’ গানের একটি বিখ্যাত লাইনকে বিকৃত করে বানানো কিছু শব্দ যা অত্যন্ত লজ্জাজনক।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : বাংলা জয়ে সেনাপতি সেই অমিত শাহ, ‘মমতার শহরে’ খুলছে ‘অমিতের ঘর’

সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া জনৈক ব্যক্তি রোদ্দুর রায় এই গানের সৃষ্টিকর্তা যার ট্যাগলাইন ‘চাঁদ উঠেছিল গগনে’ এই লাইনের সঙ্গে আরও একটি অশ্লীল শব্দ জুড়ে নিজেদের পিঠে সেই লেখনী নিয়ে তরুনীরা ঘুরে বেড়ান কলেজ ক্যাম্পাসে, আবার ছবি তুলে পোস্টও করেন সোশ্যাল মিডিয়ায়, আর এখানেই বিতর্কের সূচনা হয়।

ছবি দেখে বেজায় চটেছেন নেটিজেনরা, তাদের বক্তব্য, কলেজ ক্যাম্পাসে এরকম অসভ্যতামো মেনে নেওয়া যায় না। এই ঘটনা রবি ঠাকুরের অসম্মান। এই নিয়ে জলঘোলা হয়েছে একপ্রস্থ। প্রবীন ব্যক্তিরা এই তরুনীদের রুচিবোধ ও আগামী প্রজন্মের অগগ্রতি সম্পর্কে যথেষ্ট সন্দিহান হয়ে পড়ছেন। তারই প্রতিক্রিয়া ব্যক্ত করে অনেকে এর বিরুদ্ধে লিখছেন বিভিন্ন পোস্ট।
রবীন্দ্রভারতীর ইতিহাসে এ যেন চরমলজ্জাস্বরূপ, সত্যিই আমরা জানি না, আমরা কোন পথে এগিয়ে চলেছি।

About Author