Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শর্ট ফিল্ম বড় মজা, একা দেখুন লাগবে খাসা

এখন বিনোদনের জমানা। মানুষ অল্প সময়ের মধ্যে বেশি বিনোদনের উপায় সন্ধানে থাকে। চট জলদি বিনোদনের খোঁজে এখন অনেকেই খুব বেশি সময়ের কোনো কিছু দেখতে সময় পান না পছন্দ করেন না।…

Avatar

এখন বিনোদনের জমানা। মানুষ অল্প সময়ের মধ্যে বেশি বিনোদনের উপায় সন্ধানে থাকে। চট জলদি বিনোদনের খোঁজে এখন অনেকেই খুব বেশি সময়ের কোনো কিছু দেখতে সময় পান না পছন্দ করেন না। ক্রমে বড় ভিডিওর জায়গা নিয়েছে কয়েক সেকেন্ডের রিলস। সেটাও খুব মজাদার বা মনোগ্রাহী না হলে দর্শক পুরোপুরি না দেখেই সোয়াইপ করে দেয়। একই কথা সিনেমার ক্ষেত্রেও বলা যায়।

সিনেমা মানে কয়েক ঘন্টার ব্যাপার হতে পারে। এখন খুব বড় দৈর্ঘ্য কোনো ভিডিও দেখার চল কমেছে। সেই জায়গায় অনেকে ওয়েব সিরিজ দেখা পছন্দ করেন। ওয়েব সিরিজ ছোটো ছোটো পার্ট করে থাকে। যার ফলে যে কোনো সময়ে পছন্দের অংশ সিলেক্ট করে দেখে নেওয়া যায়। বড় সিনেমার ক্ষেত্রে এটা খুব সহজে করা যায় না। ছোটো পার্ট বা কম সময়ে ভালো বিনোদনের স্বাদ নেওয়ার আর একটা উপায় হল স্বল্প দৈর্ঘ্যের সিনেমা। শর্ট ফিল্ম এর কনসেপ্ট নতুন নয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অনেক ভালো ভালো শর্ট ফিল্ম খুঁজলেই পাওয়া যায়। সেটাও আবার অনেকে পছন্দ করছেন না। তাই শর্ট ফিল্ম নিয়ে আসা হচ্ছে নতুন কনসেপ্ট নিয়ে। এমন কনসেপ্ট যেটা মানুষ সহজে দেখতে পারবে ও মনরঞ্জিত হবে। এবার যে যার পছন্দের ব্যাপার। প্রত্যেকের পছন্দ আলাদা আলাদা হয়। আজ আমরা একটা শর্ট ফিল্ম খোঁজ দিচ্ছি আপনাদের।

অনেকের এই ধরণের কনসেপ্ট এখন পছন্দ হয়। নেট দুনিয়ায় রমরমিয়ে চলে এই ধরণের ভিডিও। বলা বাহুল্য সবার সঙ্গে বসে এইসব ভিডিও না দেখাই ভালো। আসলে এটা একটা অ্যাডাল্ট শর্ট ফিল্ম।

About Author