Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গরিব বৃদ্ধ রিক্সা চালক কে রাস্তার মাঝে খুব মারলেন এক মহিলা। কিন্তু কেন ?

ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : বাংলাদেশের এক মহিলা একজন রিক্সা চালককে মারধর করেন। মহিলাটি কোনো একটি কাজে যাচ্ছিলেন। এবং তার হাতে সময় খুব কম ছিল। স্বাভাবিকভাবেই তাকে খুব তাড়াতাড়ি…

Avatar

ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : বাংলাদেশের এক মহিলা একজন রিক্সা চালককে মারধর করেন। মহিলাটি কোনো একটি কাজে যাচ্ছিলেন। এবং তার হাতে সময় খুব কম ছিল। স্বাভাবিকভাবেই তাকে খুব তাড়াতাড়ি তার গন্তব্যে পৌঁছাতে হতো।তিনি তার কাজে যাওয়ার জন্য একটি রিক্সা তে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি চেয়েছিলেন রিক্সাতে তিনি ঝড়ের গতিতে তার গন্তব্যে পৌঁছে যাবে।

যখন তিনি দেখেন যে রিক্সাটি জোরে চলছে না তখন তিনি চালককে বলেন রিক্সাটি আরো জোরে চালানোর কথা। কিন্তু চালক টি বৃদ্ধ হওয়ার কারণে তিনি বলেন যে এর থেকে বেশি জোরে তিনি যেতে পারবেন না, যাত্রীর যদি খুব তাড়াতাড়ি থাকে তবে তিনি রিক্সা থেকে নেমে যেতে পারেন। তখনই চালকের উপর মহিলাটি রেগে যান ।চালককে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। শুধু গালিগালাজ নয় তার গায়েও হাত তোলেন। তাকে লাথি মারেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ঘটনাটি ঘটেছে ঢাকায়। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়।

লোকটিকে মারতে দেখে রাস্তার অনেকেই মহিলাটি কে বারণ করেন। কিন্তু মহিলাটি ছিল একগুয়ে। তিনি কারোর কোনো কথাই শোনেন নি।

সবার প্রথমে শর্ট স্টোরি নামের একটি ফেসবুক পেজে ঘটনাটিকে দেখা যায়। এবং তারপরে এটি আরো অনেক জায়গায় শেয়ার করা হয়। প্রায় সকলেই এই ঘটনার প্রতিবাদ করেছেন।

About Author
news-solid আরও পড়ুন