সম্প্রতি ‘ইনস্ট্যান্ট বলিউড’ নামক ইনস্টাগ্রাম পেজ থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে পুনাম পান্ডেকে বাজারে গিয়ে নিজে আম কিনতে দেখা গিয়েছে। ঠিক সেইসময়ই পাপারাজিৎদের ক্যামেরা ঘিরে ফেলে অভিনেত্রীকে। আর তাদের চোখ নিজের উপর টিকিয়ে রাখার জন্য ক্যামেরার সামনে অভিনেত্রী যে ভাবভঙ্গি দেখিয়েছেন, তা দেখে চোখ কপালে উঠেছিল সকলেরই। ভিডিওতে অভিনেত্রীকে খোলা চুলে শর্ট ড্রেসে দেখা গিয়েছে। হালকা মেকাপে পায়ে স্নিকার্স পরেছিলেন তিনি। অভিনেত্রীর এই কান্ডে অবাক নেটনাগরিকরাও। সম্প্রতি অভিনেত্রী নিজের কান্ডের জন্যই চর্চায় রয়েছেন। উল্লেখ্য, নিজের বোল্ড লুকের জন্যই বেশিরভাগ সময়ই চর্চায় থাকেন তিনি।
বোল্ড পোশাক পরে ফল কিনতে বেরিয়েছিলেন পুনম, হাতে আম নিয়ে এমন কাজ করলেন, ভাইরাল ভিডিও
পুনাম পাণ্ডে এই মুহূর্তে মিডিয়াতে বেশ ভালই চর্চায় রয়েছেন। সম্প্রতি কঙ্গনা রানাউতের 'লক আপ'এও দেখা মিলেছিল এই অভিনেত্রীর। শেষপর্যন্ত এই রিয়্যালিটি শোতে ছিলেন তিনি। এই শোয়ের হাত ধরেই নিজের জীবনের…

আরও পড়ুন