Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৪৫ বছর বয়সে বিকিনিতে সাহসিকতার সীমা ছাড়িয়েছেন পূজা বাত্রা, দেখুন নায়িকার ছবি

প্রাক্তন ভারতসুন্দরী পুজা বাত্রা (Pooja Batra)-র অভিনয়ে আত্মপ্রকাশ ঘটেছিল অনিল কাপুর (Anil Kapoor) ও তব্বু (Tabbu) অভিনীত ফিল্ম ‘ভিরাসত’-এর মাধ্যমে। এই ফিল্মে অনিলের আধুনিকা প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন পুজা। এই…

Avatar

প্রাক্তন ভারতসুন্দরী পুজা বাত্রা (Pooja Batra)-র অভিনয়ে আত্মপ্রকাশ ঘটেছিল অনিল কাপুর (Anil Kapoor) ও তব্বু (Tabbu) অভিনীত ফিল্ম ‘ভিরাসত’-এর মাধ্যমে। এই ফিল্মে অনিলের আধুনিকা প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন পুজা। এই ফিল্মে সকলের নজর কেড়ে নিয়েছিলেন তিনি। এরপর আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক ফিল্মে অভিনয় করতে শুরু করেন পুজা। কিন্তু আচমকাই অন্তরালে চলে যান তিনি। কেরিয়ারের পিক আওয়ারে পুজার অন্তরালে চলে যাওয়া কার্যতঃ সকলকে অবাক করেছিল।

প্রকৃতপক্ষে, সেই সময় মহিলারা নিজেদের কেরিয়ার নিয়ে বেশি ভাবতেন না। অনেকেই বিয়ের পর সংসার সামলাতে গিয়ে কেরিয়ার বিসর্জন দেওয়ার ঘটনা অত্যন্ত সামান্য বলে মনে করতেন। একই পথে হেঁটেছিলেন পুজাও। সেই সময় তাঁর কাছে আসতে শুরু করেছিল হলিউডের প্রস্তাব। ফলে 2002 সালে দীর্ঘদিনের আমেরিকা-প্রবাসী প্রেমিক ডঃ সোনু আহলুওয়ালিয়া (Dr. Sonu Ahluwalia)- কে বিয়ে করে পুজা পাড়ি দেন প্রবাসে। পুজা ভেবেছিলেন, ধীরে ধীরে হলিউডেই গড়বেন নিজের কেরিয়ারের নতুন ইনিংস। কিন্তু তাঁর স্বামী যথেষ্ট রক্ষণশীল ছিলেন যা বিয়ের আগে বুঝতে পারেননি পুজা। সোনু তাঁকে বাধ্য করেন অভিনয় ছাড়তে। একসময় শারীরিক ও মানসিক নির্যাতন চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন পুজা। তিনি ফিরে আসেন ভারতে। আবারও অভিনয় শুরু করেন পুজা। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পুজা ছোট চরিত্রে অভিনয়ের সুযোগ পেতে শুরু করেন বলিউডে। কিন্তু সেগুলি গুরুত্বপূর্ণ ছিল না। এই কারণে ধীরে ধীরে আবারও অভিনয় থেকে সরে যান পুজা। বর্তমানে একাধিক ব্র্যান্ড এনডোর্সমেন্ট করেন তিনি। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছেন পুজা। 2019 সালে তিনি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন। সাতপাকে বাঁধা পড়েছেন অভিনেতা নবাব শাহ (Nawab Shah)-র সাথে। বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও পুজা যথেষ্ট অ্যাকটিভ। সাম্প্রতিক কালে তাঁর বিকিনি পরিহিত ভিডিও নেটদুনিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে।

ফিনল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে রিসর্টে হট সওনা নেওয়ার পর বরফ ঠান্ডা জলে ডুব দিয়েছিলেন পুজা। এটি ছিল তার ভিডিও। ভিডিওতে পুজার পরনে রয়েছে নীল-সাদা রঙের ফ্লোরাল প্রিন্টেড বিকিনি। বিকিনির ডিপ নেকলাইনের কারণে দৃশ্যমান হয়েছে পুজার ক্লিভেজ। দীর্ঘদিন পর আবারও যথেষ্ট খোলামেলা রূপে দেখা মিলল পুজার। চুলে বাঁধা রয়েছে বান। কোনো মেকআপ করেননি তিনি। ঠোঁট রাঙিয়েছেন গোলাপি রঙের লিপস্টিকে। ডান হাতের দুই আঙুলের সাহায্যে ‘ভিকট্রি’ দেখিয়ে ঠান্ডা জলে ডুব দিয়েছেন পুজা। ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই পুজার সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ। অনেকে ভেসেছেন নস্টালজিয়ায়।

About Author