Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গর্ভবতী পূজার পেটে আদরের চুমু, অভিনেত্রী শেয়ার করলেন তাঁর বেবি বাম্পের ছবি

কিছুদিন আগেই বেবি শাওয়ারের অনুষ্ঠানে মাতলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। কাটলেন রংবেরঙের কেক। ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়েই বেবি শাওয়ারের অনুষ্ঠান সেলিব্রেট করেন টলি অভিনেত্রী পূজা। চলুন দেখে নিই সেই ছবি গুলি। তুঝ…

Avatar

কিছুদিন আগেই বেবি শাওয়ারের অনুষ্ঠানে মাতলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। কাটলেন রংবেরঙের কেক। ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়েই বেবি শাওয়ারের অনুষ্ঠান সেলিব্রেট করেন টলি অভিনেত্রী পূজা। চলুন দেখে নিই সেই ছবি গুলি।

গর্ভবতী পূজার পেটে আদরের চুমু, অভিনেত্রী শেয়ার করলেন তাঁর বেবি বাম্পের ছবি

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গর্ভবতী পূজার পেটে আদরের চুমু, অভিনেত্রী শেয়ার করলেন তাঁর বেবি বাম্পের ছবি

তুঝ সঙ্গ প্রীত লগাই সাজনা’ ধারাবাহিকের সেট থেকেই প্রেমকাহিনি শুরু পূজা বন্দ্যোপাধ্যায় এবং কুণাল বর্মার। প্রায়, ন’বছরের বেশি সময় ধরে সম্পর্কে ছিলেন এই দম্পতি, শেষে ২০১৭ সালে ১৬ অগাস্ট বাগদান সারেন পূজা-কুণাল। ২০২০ তে বিয়ে করার কথা থাকলেও লকডাউনের কারণে তা পিছিয়ে যায়। এরপর পরেই গুডনিউজটা দিয়েই দেন এই সেলেব জুটি। এখন একসঙ্গে চুটিয়ে উপভোগ করছেন প্রেগন্যান্সি। এরইমধ্যে এই সেলেব জুটি ফটোশ্যুট করতেও ছাড়েননি। একদম হলুদ ফ্রকে মিষ্টি পূজা তাঁর বেবি বাম্প নিয়ে বসে আছেন আর কুণাল পূজার আসন্ন বেবির শরীরে চুম্বন দিয়ে আদর জানাচ্ছেন। রইল সেই মিষ্টি ছবি।

 

View this post on Instagram

 

? @bbhupi25 Edited by @sumit.productions Makeup @ritoo_k_jenjani

A post shared by Puja Banerjee (@banerjeepuja) on

About Author