আমেরিকা : রবিবার আমেরিকার উইসকনসিনের কেনোশা শহরে এক কৃষ্ণাঙ্গ যুবককে অকারণে গুলি করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে আবার একবার বিতর্কের কেন্দ্রে এসেছে ডোনাল্ড ট্রাম্প। এর আগে তার অডিও ক্লিপ প্রকশ্যে আসতেই অনেক সমস্যা দেখা দেয়। এদিন রাস্তার ধারে পার্ক করে রাখা তাঁর এসইউভি’র মধ্যে ছিলো তার বাচ্চারা।
ওই ব্যাক্তি জিনিস কিনে গাড়ির দরজা খুলে চালকের আসনে বসার সময়, পুলিশ পিছন থেকে তাঁকে গুলি করে। এমনকি ওই ঘটনা সচক্ষে দেখে তার ওই তিন সন্তান। কোনোভাবে সেলফোনে তোলা ওই ঘটনার ভিডিয়ো ক্লিপিংস সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ায়, সোমবার থেকে ফের অগ্নিগর্ভ হয়ে ওঠে আমেরিকা। জানা গেছে আহত ওই ব্যাক্তির নাম জ্যাকব ব্লেক।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকেনোশা শহরে কারফিউ জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জ্যাকব ব্লেকের পারিবারিক আইনজীবী বলেন, ‘ব্লেকের শরীর পঙ্গু হয়ে গিয়েছে। এমনকি চলার ক্ষমতাও হারিয়েছে ব্লেক। তার পক্ষে চিকিৎসা করেও আর নতুন করে চলা সম্ভব নয় বলে জানান ডাক্তাররা। নিরাপরাধ জ্যাকব ব্লেককে গুলি চালিয়েছেন যেই পুলিশ তাঁকে যাতে গ্রেফতার করা হয়, তার জন্য তাঁর আইনজীবী লাগাতার চেষ্টাও করে যাচ্ছে। এই ঘটনায় জড়িত বাকিদেরও যাতে চাকরি থেকে বহিষ্কার করা হয়, তার জন্য ব্লেকের পরিবারের তরফে দাবিও জানানো হয়েছে।
ব্লেকের বাবা জানিয়েছে এই ঘটনায় টুকরো হয়ে গেছে ছেলের মেরুদণ্ড,তাই অস্ত্রোপচারের পরেও শিরদাঁড়া সোজা করে দাঁড়াতে পারবেন না এই কৃষ্ণাঙ্গ যুবক। ছেলের শরীরে আটটি গুলির ক্ষত দেখা গিয়েছে। সেদিন ওই এলাকার অনেকেই গুলি লাগার শব্দ পান আর এই ঘটনায় আবারও একবার ট্রাম্পের শাসন নিয়ে প্রশ্ন উঠে এসেছে।