নিউজপলিটিক্সরাজ্য

রাজ্যের পুলিশ অফিসারদের ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে, অভিযোগ মুখ্যমন্ত্রী মমতার

×
Advertisement

রাজ্যের আইএস ও আইপিএস পুলিশ অফিসারদের কেন্দ্রীয় এজেন্সির নাম করে হুমকি দেওয়া হচ্ছে। এমনটাই অভিযোগ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে তার অভিযোগ, বাংলায় কর্মরত পুলিশ অফিসারদের ইনকাম ট্যাক্স, ভিজিলান্স কমিশন ইত্যাদি দিয়ে ভয় দেখানো হচ্ছে। এমনকি রাজ্যের আইএস ও আইপিএস অফিসারদের অন্য রাজ্যের প্রত্যন্ত এলাকায় বদলি করে দেওয়া হবে বলেও হুমকি আসছে। এই পুলিশ অফিসারদের হুমকি দেয়ার ঘটনার তীব্র নিন্দা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisements
Advertisement

 

Advertisements

অবশ্য তিনি রাজ্যের পুলিশ অফিসারদের ভয় না পেতে উপদেশ দিয়েছেন। তিনি তাদের আশ্বস্ত করে বলেছেন, আপনারা রাজ্যের অধীনে কাজ করেন।আপনারা যেমন রাজ্যের হয়ে সার্ভিস দেন তেমন রাজ্যও দরকার পড়লে আপনাদের জন্য সার্ভিস দেবে। এছাড়াও তিনি কোন দলের নাম উল্লেখ না করে বলেছেন, এই করোনা পরিস্থিতিতে মহামারী আইন ভঙ্গ করে কত রাজনৈতিক দল মিছিল করছে। তাতেও পুলিশ কিছু করছে না। কিন্তু এরপরও পুলিশদের কেউ কেউ শাসাচ্ছেন।

Advertisements
Advertisement

 

প্রসঙ্গত, উত্তরবঙ্গ সফরে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকর সাংবাদিক বৈঠকে রাজ্যের বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে সরব হয়েছিল। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো নাম না নিয়েই রাজ্যপালকে নিশানা করেছে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, এর আগে কখনো ভারতবর্ষে পুলিশ অফিসারদের কাজ করার জন্য হুমকি শুনতে হয়নি। এরকম চলতে থাকলে গোটা ভারতবর্ষে জানা উচিত বাংলার পুলিশের সাথে কেমন ব্যবহার হয়। এছাড়াও তিনি সবাইকে সবার সাংবিধানিক ক্ষমতার মধ্যে থেকে নিজের লক্ষণগন্ডিতে থেকে কাজ করার উপদেশ দিয়েছেন।

 

অন্যদিকে, তিনি এদিন করোনার সময়েও দায়িত্ব পালন করা রাজ্য এবং জেলা প্রশাসনের অফিসার ও সরকারি কর্মীদের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন মারণ ভাইরাস করোনার কারণে অনেক বিডিও, পুলিশ অফিসার ও চিকিৎসক মারা গিয়েছে। কিন্তু তারা তাদের আত্মবলিদান এর মাধ্যমে রাজ্যে করোনার ভয়াবহ পরিস্থিতিকে ঠেকিয়ে রেখেছে। এমনকি দুর্গাপুজোয় পুলিশের ভূমিকা নিয়ে তিনি প্রশংসা করতে ভোলেননি।

Related Articles

Back to top button