গোটা দেশে একটি ভালো চাকরি পাওয়া আজকালকার দিনে ক্রমেই দুষ্কর হয়ে পড়ছে। অনেক শিক্ষিত হওয়া সত্ত্বেও সেই যোগ্যতার চাকরি পাচ্ছেন না অনেকেই। তবে এই চাকরির আকালের বাজারে নতুন ধরনের চাকরির প্রস্তাব নিয়ে এল মধ্যপ্রদেশ সরকার। মধ্যপ্রদেশ রাজ্য পরীক্ষা বোর্ডের (এমএসইবি) অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ বেরিয়েছে পুলিশ কনস্টেবল নিয়োগের। lesb.mp.gov.in ওয়েবসাইটে ২৬ জুন থেকে ১০ জুলাই অব্দি আবেদন করা যাবে।
এই নিয়োগ অভিযানের লক্ষ্য হল মধ্যপ্রদেশ পুলিশে কনস্টেবল পদের জন্য মোট ৭০৯০ টি শূন্যপদ পূরণ করা। এই নিয়োগের জন্য যোগ্য হতে, প্রার্থীদের ১ জানুয়ারী, ২০২৩ তারিখে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে এবং ১০ তম শ্রেণির পরীক্ষা বা সমমানের যেকোনো পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কনস্টেবল নিয়োগের জন্য নির্বাচন প্রক্রিয়ায় একটি লিখিত পরীক্ষা, একটি শারীরিক দক্ষতা পরীক্ষা এবং একটি মেডিকেল পরীক্ষা হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসাধারণ বিভাগের প্রার্থীদের জন্য ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য আবেদন ফি ২৫০ টাকা। অনলাইন আবেদন ফর্ম MSEB ওয়েবসাইট https://esb.mp.gov.in/ এ পূরণ করা যাবে। এই পদগুলিতে নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ১৯,৫০০ টাকা থেকে ৬২,০০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।