Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পরিবর্তন রথযাত্রায় বাধা দেওয়ার জন্য উঠেছে অভিযোগ, পুলিশ-বিজেপি কর্মী হাতাহাতিতে রণক্ষেত্র বেলেডাঙা অঞ্চল 

গেরুয়া শিবিরের পরিবর্তন রথযাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের বেলেডাঙা অঞ্চল। রথযাত্রায় বাধা দেওয়ার অভিযোগ তোলা হয়েছে পুলিশের বিরুদ্ধে। তারপরই বচসায় জড়িয়ে পড়ে গেরুয়া শিবিরের কর্মী এবং পুলিশ। দীর্ঘক্ষণ…

Avatar

গেরুয়া শিবিরের পরিবর্তন রথযাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের বেলেডাঙা অঞ্চল। রথযাত্রায় বাধা দেওয়ার অভিযোগ তোলা হয়েছে পুলিশের বিরুদ্ধে। তারপরই বচসায় জড়িয়ে পড়ে গেরুয়া শিবিরের কর্মী এবং পুলিশ। দীর্ঘক্ষণ পরে শান্ত হয়ে উঠেছে এলাকা।গেরুয়া শিবিরের তরফে আগেই রথযাত্রার রুট নির্ধারণ করা হয়েছে। কিন্তু এই রাস্তায় অশান্তির আশঙ্কা করেছিল পুলিশ কর্তৃপক্ষ। সেই কারণে অন্য রাস্তা দিয়ে রথযাত্রার পরামর্শ দেওয়া হয়েছিল। তাতে কান না দিয়ে সোমবার তথা আজ গেরুয়া শিবিরের নেতৃত বেলেডাঙা এবং হরিহর পাড়া দিয়েই রথ নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। তাতে বাধা প্রদান করা হয়েছে পুলিশ কর্তৃপক্ষের পক্ষ থেকে। সেই সময়েই দুই পক্ষের মাঝে অশান্তি বাঁধে। তীব্র উত্তেজনা ছড়িয়েছে সেই এলাকায়।এই বিষয়ে পুলিশ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গেরুয়া শিবিরকে আগেই বলা হয়েছিল যে ৩৪ নম্বর জাতীয় সড়কের বেলডাঙা থেকে বহরমপুর পর্যন্ত রথযাত্রা করা যাবে। এছাড়া অন্য কোনও রাস্তা ব্যবহার করা যাবে না। কারণ, বাকি এলাকা গুলি মুসলিম অধ্য়ুষিত। তার ফলে উত্তেজনা ছড়ানোর সম্ভাবনা থেকেই যায়। কিন্তু পুলিশ কর্তৃপক্ষের নির্দেশে কর্ণপাত না করেই এদিন পূর্বসূচি অনুযায়ী রথযাত্রার চেষ্টা করে বিজেপি। উল্লেখ্য, একুশে বাংলার মসনদ দখলের লক্ষ্যে রাজ্য জুড়ে পরিবর্তন রথযাত্রা শুরু করেছে বিজেপি। এমনভাবে রুট ম্যাপ করা হয়েছে, রথ যাতে ২৯৮ কেন্দ্রের উপর দিয়েই যায়।
About Author